কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেশের মহিলাদের সুরক্ষার কথা ভেবে নানা সময়ে নানারকম প্রকল্প চালু করা হয়। সম্প্রতি সামাজিক সুরক্ষা প্রকল্প অবলম্বন করে বাজেটে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের সমস্ত মহিলাদের জন্য বিরাট ঘোষণা করা হয়েছে। আর এই প্রল্পে দেওয়া হয়েছে মহিলাদের অনেক সুবিধা।
মহিলাদের স্বনির্ভর করার জন্য বাজেটে বলা হয়েছে, মহিলারা যদি ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন, তাহলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এক বিশেষ সুবিধা। আর এই প্রকল্পের নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (mahila samman saving certificate)। জেনে নিন এই প্রকল্পের অধীনে কারা কি কি সুবিধা পাবেন-
এই প্রকল্পে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নিয়ে আসা এই প্রকল্পের আয়ত্তায় কোন মহিলা ২০২৫ সালের মধ্যে ২ লক্ষ টাকা জমা করতে পারেন। এই সেভিংস স্কিমের আয়ত্তায় ৭.৫ শতাংশ সুদ পাবেন সেই মহিলা। এই প্রকল্পে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলেও, এখানে কোনরকম ট্যাক্স দিতে হবে না।
যদি আপনি এই প্রকল্পের অধিনস্থ হতে চান, তাহলে পোস্ট অফিসে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে গিয়ে জরুরি নথিপত্র জমা দিতে হবে ৷ সেইসঙ্গে দিতে হবে ব্যক্তির আধার কার্ড, প্যান কার্ড। তবে দেখে নেবেন, আপনার আধার কার্ড ও প্যান কার্ডে যাতে নামের বানান একই থাকে। সেইসঙ্গে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে এবং সেখানে একটি ওটিপি আসবে। আর এই ওটিপিই হবে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড। আবার আপনি চাইলে অনলাইনেও এই কাজ করতে পারেন।
জানিয়ে রাখি, এই প্রকল্পের আয়ত্তায় মহিলারা ২ বছরে ২ লক্ষ টাকা জমা দিতে পারেন। আর যদি এর মধ্যে আপনার টাকার প্রয়োজন হয়, তাহলে তা তুলতেও পারবেন। তবে এর জন্য অতিরিক্ত কোন কর দিতে হবে না। কিন্তু আপনি ২ লক্ষ টাকার বেশি অর্থ জমা রাখতে পারবেন না।