বছরে একটা মাত্র দিন, আর সেই দিনকে তো আর মিস করা যায় না। সাধারণ মানুষের মত, টলিউডের সেলেবরাও নিজেদের ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে, ঠিক পালন করে নিল ভাইফোঁটা (bhaifota)। কেউ পেলেন প্রণাম, কেউ বা আমার বড় গিফট। কেউ বা আমার প্রণামের বদলে চুমু খেলেন দাদার টাকে। আর সেইসকল ছবি নিজেরাই শেয়ার করে নিলেন স্যোশাল মিডিয়ায়।
টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee) এদিন ঠিক সময়েই হাজির হয়ে যান তাঁর তিন বোনের কাছে। সেলিব্রিটি ইমেজ কাটিয়ে উঠে তিন বোনের সঙ্গে কাটানো ভাইফোঁটার ছবি নিজেই শেয়ার করলেন সকলের ‘স্বপ্নের নায়ক’ বুম্বাদা।
এইদিনটা পালন করতে ভুললেন না টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)। থালায় প্রদীপ জ্বালিয়ে দাদার কপালে ভাইফোঁটা দিলেন অভিনেত্রী।
নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাইফোঁটার একটা মিষ্টি ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। যেখানে তাঁকে সম্ভবত তাঁর দাদার কপালে ফোঁটা দিতে দেখা যাচ্ছে।
এদিন আরবানার ফ্ল্যাটে একদিকে রাজের (Raj Chakrabarty) বোনেরা এবং অন্যদিকে শুভশ্রীর (Subhashree Ganguly) ভাইয়েরা উপস্থিত হয়েছিলেন। এমনকি সুদূর মুম্বাই থেকে ফোঁটা নিতে উড়ে এসেছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। বেশ আনন্দ হুল্লোড়ের সঙ্গেই কেটেছিল তাঁদের এই দিনটা।
ভাইদের ফোঁটা দেওয়ার ছবি নেটদুনিয়ায় শেয়ার করতে বাদ যাননি টলি অভিনেত্রী শ্রাবন্তীও (Srabanti Chatterjee)। সেখানে তাঁর ভাইদের পাশে আবার দেখা গিয়েছিল বাড়ির পোষ্যকেও।
ধান-দুব্বো দিয়ে, প্রদীপ জ্বেলে, চন্দন-ঘি-এর ফোঁটা দেওয়ার পাশাপাশি দাদার টাকে চুমু খেয়ে ভাইফোঁটার ছবি শেয়ার করলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
ভাইফোঁটার দিন মুখে একগাল দাড়ি এবং পড়নে পাঞ্জাবি পড়েই বোনেদের থেকে ফোঁটা নিলেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁর শেয়ার করা ছবি দেখে মনে হচ্ছে ভাইদের মধ্যে তিনিই বড়।
ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করলেন টেলি অভিনেত্রী শ্রীমাও (Shreema Bhattacherjee)।