Skip to content

বাতিল করেছিলেন আমির খান, পরবর্তীতে এই ৫ ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে

    img 20220809 113137

    আগামী ১১ ই আগস্ট মুক্তি পেতে চলেছে বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান (aamir khan) অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’। এই ছবিতে আমির খানের সঙ্গে দেখা যাবে বলি অভিনেত্রী করিনা কাপুর খানকেও। বর্তমান সময়ে এই ছবির শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রয়েছেন ছবির তারকারা।

    জানেন কি বলিউডে এমন অনেক সুপারহিট ছবি রয়েছে, যা প্রথমে আমির খানকে অফার করা হলেও, তিনি তা নাকচ করে দেন। পরবর্তীতে সেই ছবির অফার বলিউডের অন্যান্য অভিনেতার কাছে যেতে এবং তাঁদের অভিনয়ে সুপারহিট হল সেইসকল ছবি। রইল তালিকা-

    img 20220809 112849

    ডর (Darr)- শাহরুখ খা অভিনীত এই ছবির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউডের মিস্টার পারফেক্ট আমির খানকে (aamir khan)। কিন্তু তিনি অফার ফিরিয়ে দেওয়ার পর শাহরুখ খানের কাছে প্রস্তাব যেতেই এই ছবি ২২ কোটির ব্যবসা দিয়েছিল।

    img 20220809 112908

    হাম আপকে হ্যায় কোন (Hum Aapke Hain Koun..!)- সলমন খান মাধুরী দীক্ষিত অভিনীত এই সুপারডুপার হিট ছবিটির জন্য প্রথমে অফার করা হয়েছিল আমির খানকে। কিন্তু তিনি রাজী না হওয়ায় ছবির অফার চলে যায় সলমন খানের কাছে। এই ছবি সেইসময় ১০০ কোটির বেশি ব্যবসা দিয়েছিল।

    img 20220809 112926

    মহব্বতে (Mohabbatein)– এই ছবির জন্যও প্রথম আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করার পর শাহরুখ খান অভিনীত এই ছবি ৯০ কোটির ব্যবসা দিয়েছিল।

    img 20220809 112940

    দিলয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge)– পরিচালক আদিত্য চোপড়ার এই ছবির জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল আমির খানের (aamir khan) কাছে। কিন্তু এই ছবির রাজ চরিত্রটি আমির খানের মনমত না হওয়ায় তিনি তা ফিরিয়ে দেন। এরপর এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। ১১৩ কোটির ব্যবসা দেওয়া এই ছবি এখনও শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবির মধ্যে একটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে ১০ টি ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিল এই ছবি।

    img 20220809 112954

    সাজন (Saajan)- প্রথমে এই ছবির জন্য অফার করা হয়েছিল সলমন খান এবং আমির খানকে। কিন্তু তাঁরা অফার প্রত্যাখ্যান করার পর সঞ্জয় দত্তের কাছে প্রস্তাব যেতে তিনি রাজী হন। এরপর ১৯৯১ সালের এই ছবি আজও দর্শকমহলে প্রশংসিত। সেইসময় ৩৩ কোটির ব্যবসা দিয়েছিল এই ছবি।