বাংলা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে তালিকার শীর্ষে রয়েছে নাম রয়েছে ‘শুভশ্রী গাঙ্গুলী’র (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় এই অভিনেত্রীর প্রচুর ফ্যান ফলোইং রয়েছে গোটা দেশ জুড়ে বা তার বাইরেও। বর্তমানে তিনি অভিনয় জগতের পাশাপাশি পরিবার ও সন্তান নিয়ে সুখী জীবন যাপন করছেন। তার স্বামী রাজ চক্রবর্তীও একজন নাম করা পরিচালক এবং প্রযোজক। একাধিক ব্লকবাস্টার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ‘রাজ’।
সম্প্রতি এক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এবার নতুন অবতারে ধরা দিতে চলেছেন এই সুন্দরী অভিনেত্রী। নতুন বছরের শুরুতেই শুভশ্রী তার ভক্তদের জন্য নতুন খবর দিয়েছেন। অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন, আর সেখান থেকেই শুরু হয় এই জল্পনার সূত্রপাত। এই পোস্টে ব্ল্যাক লেদার জ্যাকেট পরে নতুন লুকে চেয়ারে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। যার ক্যাপশনে তিনি লিখেছেন ‘প্রযোজকের মত’!
সম্ভবত অভিনেত্রীর পোস্ট করা ছবিটি তার স্বামী রাজ চক্রবর্তী অফিসের থেকেই তোলা। কারণ সামনে রাখা ফটো ফ্রেমে এই মিষ্টি দম্পতির ছবি রাখা রয়েছে। উল্লেখ্য, অভিনেত্রী এই ছবিটি ট্যাগ করেছেন তার স্বামী রাজ চক্রবর্তীকে। এই কারণেই এটি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে যে, অভিনেত্রীকে হয়তো খুব শীঘ্রই প্রযোজকের ভূমিকায় দেখা যাবে।
যদিও এটা অবাক হওয়ার মত কিছুই নয়। শুভশ্রীই প্রথম নন এর আগেও অনেক বলি ও টলি অভিনেত্রী নাম লিখেছেন এই খাতায়। বিশেষ করে অভিনেত্রীর জন্য একটি শক্তিশালী দিক রয়েছে যে তার স্বামীও একজন প্রযোজক ও পরিচালক। অনুষ্কা থেকে প্রিয়াঙ্কা বলিউডের অনেক শীর্ষ অভিনেত্রী আগেই তাদের নাম লিখিয়েছেন এই খাতায়। এদিক থেকে এখন টলিউডও পিছিয়ে নেই। এখন দেখার বিষয় আসন্ন দিনগুলিতে শুভশ্রী’কে দর্শকরা কোন ভূমিকায় দেখতে পাবেন।