Skip to content

মেয়ের নাম রাখলেন ‘পকোড়া’! তেলেভাজাকে ভালোবেসে সদ্যোজাতের এমনই নাম রাখলেন ব্রিটিশ বাবা-মা

    img 20220906 132305

    সন্তানের (child) জন্ম হওয়ার আগে থাকতেই অনেক বাবা মা তাঁদের ভাবী সন্তানের নাম (name) ঠিক করে রাখেন। আবার অনেক সময় সন্তান ভূমিষ্ট হওয়ার পর সকলে মিলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করেন সন্তানের নাম। সেক্ষেত্রে অনেকে ছোট নাম রাখতে পছন্দ করেন, আবার অনেকে বড় যুক্তাক্ষরের নামও রেখে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বাবা মায়ের সঙ্গে নাম মিলিয়েই সন্তানের একটা মিষ্টি অর্থধারী নাম রাখা হয়।

    আবার অনেক সময় দেখা যায়, অনেকে পুরনো দিনের কোন তারকা, কিংবা খাবারের নাম দিয়েও অনেকে সন্তানের নাম রেখে থাকেন। কিন্তু তাই বলে পকোড়া (pakora)? শুনতে অবাক লাগলেও, বাস্তবে নিজের সদ্যোজাত সন্তানের ঠিক এমনই নাম রেখেছেন এক ব্রিটিশ বাবা মা।

    img 20220906 132207

    গত ২৪ শে আগস্ট ওই ব্রিটিশ দম্পতির ঘর আলো করে জন্ম নিয়ে তাঁদের কন্যা সন্তান। কিন্তু মেয়ে জন্ম গ্রহণ করলেও, তাঁর কি নাম রাখা হবে, এই নিয়ে চিন্তায় পড়ে যান বাবা মা। এরপর তাঁরা ঠিক করেন, খাবারের নামেই তাঁরা তাঁদের মেয়ের নামকরণ করবেন। আর সেই ভাবনা থেকেই এমন নাম দিয়েছেন। তাও আবার ভারতীয় জনপ্রিয় তেলেভাজার নামে।

    বিষয়টা হল, আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবেতে একটি রেস্তরাঁয় প্রায়শই গিয়ে থাকেন ওই ব্রিটিশ দম্পতি। আর সেখানে গিয়ে বিভিন্ন রকম খাবার খেতে খেতে তাঁরা ঠিক করেন, তাঁদের সন্তানের নাম কোন খাবেরর নামেই রাখবেন। আর সেখানে থাকা পকোড়া (pakora), তাঁর স্ত্রীয়ের ভীষণই পছন্দের খাবার ছিল। আর এই নামটিই তাঁরা বেছে নেন নিজেদের সদ্যজাতের জন্য।

    এখানেই শেষ নয়, সেই রেস্তোরাঁর একটি বিলের সঙ্গে নিজেদের কন্যার ছবি শেয়ার করে বাচ্চাটির বাবা লেখেন, ‘এই রেস্তোরাঁয় আমার স্ত্রীয়ের সবথেকে পছন্দের খাবার পকোড়া হওয়ার কারণে সদ্যোজাত কন্যাসন্তানের নাম রাখা হয়েছে পকোড়া (pakora)’। পাশাপাশি ওই রেস্তোরাঁর পক্ষ থেকেও এই পোস্ট শেয়ার করে লেখা হয়েছে, ‘এই দুনিয়ায় পকোড়াকে অনেক স্বাগত জানাই। পাশাপাশি তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম আমরা’।