Skip to content

‘বয়কট ট্রেন্ড’ ভেঙ্গে দিয়ে হলে হলে হাউসফুল ‘পাঠান’! সাফল্যের পেছনে রয়েছে এই সকল বিশেষ কারণ

  img 20230201 142602 (1)

  দীর্ঘ ৪ বছর পর আবারও বড় পর্দা কাঁপাতে মাঠে নেমেছেন বলিউড বাদশা শাহরুখ খান (Sharukh Khan)। ২৫ শে জানুয়ারী মুক্তি পেয়েছে কিং খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, সালমান খান, ডিম্পল কাপাডিয়া, গৌতম রোদে এবং আশুতোষ রানা অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’ (Pathaan)।

  ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে এই চলচ্চিত্র। প্রথম ৭ দিনে দেশ থেকে উপার্জন করেছে প্রায় ৩০০ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী ৬০০ কোটি টাকা সংগ্রহ করেছে এই চলচ্চিত্র। যার মধ্যে প্রথম দিনে এই চলচ্চিত্র আয় করেছে প্রায় ৫৭ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৭০.৫ কোটি, তৃতীয় দিনে ৩৯.২৫ কোটি টাকা। তৃতীয় দিনের উপার্জন কিছুটা কম হলেও, চতুর্থ দিনে আয় করেছে ৫৩.২৫ কোটি টাকা, পঞ্চম দিনে করেছে ৬০.৭৫ কোটি টাকা এবং ষষ্ঠ দিনে করেছে ২৩ কোটি টাকা।

  img 20230201 142630

  প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টিকারী ‘পাঠান’র কারণে কিছুটা স্বস্তিতে রয়েছে বলিউড মহল। তবে এবার জেনে নিন এই চলচ্চিত্রে থাকা এমন কিছু বিষয়, যার কারণে প্রেক্ষাগৃহ হাউসফুল যাচ্ছে এখনও।

   

  ২০১৮ সালে ‘জিরো’ মুক্তি পাওয়ার পর প্রায় ৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান। আর সেই কারণেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল কিং খানকে দেখার জন্য। সেই কারণেই সুপারহিট যাচ্ছে এই চলচ্চিত্র।

  img 20230201 142243

  কিছুদিন আগেই বলিউডে বয়কটের একটা প্রবণতা দেখা গিয়েছিল। ‘ব্রক্ষাস্ত্র’ ছাড়া প্রায় সব চলচ্চিত্রকেই এই ‘বয়কট’ শ্লোগান শুনতে হয়েছিল। তবে সেই ধারা থেকে বেরিয়ে সুপারহিট হয় ‘পাঠান’। গোটা দেশ জুড়ে মোট ৫৭০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্র।

  কিং খান শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বসবাসকারী ভারতীয়দের মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যেও বেশ জনপ্রিয় গত ৪ বছর ধরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ছবির জন্য। এই কারণেই এটি প্রথমবারের মতো ঘটছে যখন ভারতের সংগ্রহ এবং একটি বলিউড চলচ্চিত্রের বিশ্ব সংগ্রহ সমানভাবে চলছে।

  img 20230201 142642

  শাহরুখ খান কোনো ছবিতে থাকলে তাঁর স্টারডমের সামনে সেরা শিল্পীও কাজ করেন না। ভক্তরা শুধু কিং খানকে দেখতে চায়, কিন্তু ‘পাঠান’-এ খলনায়কের চরিত্রে জন আব্রাহামের কাস্টিং ছবিটিকে জীবন্ত করে তুলেছে। আসলে, তরুণদের মধ্যে জন আব্রাহামের অসাধারণ ফ্যান ফলোয়িং রয়েছে। এমন পরিস্থিতিতে ‘ধুম’-এর পর দ্বিতীয়বারের মতো বড় ছবিতে নেতিবাচক চরিত্রে হাজির হয়েছেন তিনি।