Skip to content

ঐশ্বর্য থেকে মাধুরী সমস্ত লজ্জা ভুলে বাবা-ছেলে উভয়ের সাথে প্রেমে মজেছিলেন এই ৬ বলি অভিনেত্রীরা

    img 20220621 174518

    বলিউড হল গ্ল্যামারের দুনিয়া। এই জগতে বহু অভিনেতা অভিনেত্রীদের দেখা যায়। এখানে বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীদের জুটি বাঁধতেও দেখা যায়। এমনও হয়েছে, যেখানে দেখা গিয়েছে বিটাউনের বহু অভিনেত্রী একাধারে বাবা এবং অন্যদিকে ছেলের সঙ্গেও জুটি বেঁধেছেন।

    রইল তালিকা-

    img 20220621 174641

    তালিকায় থাকা অভিনেত্রীদের মধ্যে প্রথমেই বলব প্র্যাত অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi) কথা। যিনি একদিকে ‘নাকাবন্দি’ ছবিতে অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে জমিয়ে রোমান্স করেছেন, আবার অন্যদিকে ‘চালবাজ’, ‘সলতনত’, ‘নিগাহ’-র মত ছবিতে জুটি বেঁধেছিলেন সানি দেওলের সঙ্গে।

    img 20220621 174622

    ডিম্পল কাপাডিয়াকেও (Dimple Kapadia) দেখা গিয়েছিল বাবা এবং ছেলে উভয়ের সঙ্গেই পর্দা কাঁপাতে। একদিকে ধর্মেন্দ্র এবং অন্যদিকে সানি দেওলের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।

    img 20220621 174844

    ধর্মেন্দ্র এবং সানি দেওল উভয়ের সঙ্গেই পর্দায় রোমান্স ফুটিয়ে তুলেছিলেন অমৃতা সিং (Amrita Singh)। একদিকে ধর্মেন্দ্রর সঙ্গে ‘সচ্চাই কি তাকত’ ছবিতে এবং অন্যদিকে ‘বেতাব’ ছবিতে সানি দেওয়লের সঙ্গে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

    img 20220621 174608

    এই তালিকায় রয়েছেন বলিউডের অন্যতম গ্ল্যামারস অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। যিনি একদিকে ‘দয়াবান’ ছবিয়ে বিনোদ খান্নার সঙ্গে এবং অন্যদিকে ‘মহব্বত’ ছবিতে অক্ষয় খান্নার সঙ্গেও অভিনয় করেছেন।

    img 20220621 174550

    এই তালিকা থেকে বাদ যাননি বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীও (Hema Malini)। রাজ কাপুরের সঙ্গে হেমা মালিনীকে দেখা গিয়েছিল ‘স্বপ্নো কা সওদাগর’ ছবিতে। অন্যদিকে ‘হাত কি সাফাই’ ছবিতে রোমান্স করেছিলেন রণধীর কাপুরের সঙ্গে।

    img 20220621 174535

    ‘বান্টি অউর বাবলি’ ছবির ‘কাজরা রে’ গানটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। এই গানটিতে একদিকে অমিতাভ বচ্চন এবং অন্যদিকে অভিষেক বচ্চনের সঙ্গে ফাটিয়ে নাচতে দেখা গিয়েছে বিশ্বসুন্দরী তথা ঐশ্বর্য রাই বচনকে (Aishwarya Rai Bachchan)।