Skip to content

বুকিং মূল্য মাত্র ১০ হাজার টাকা, শীঘ্রই ভারতে আসছে F77 বৈদ্যুতিক মোটরসাইকেল! তৈরি তো?

    img 20221021 234128

    শীঘ্রই ভারতে F77 বৈদ্যুতিক মোটরসাইকেল (ultraviolette f77) লঞ্চ করতে চলেছে বেঙ্গালুরু-ভিত্তিক কোম্পানি Ultraviolette। লঞ্চ হওয়ার আগে এই বাইক যা রেঞ্জ প্রকাশ করেছে, তা দেখেই অবাক হয়ে গিয়েছে সকলে। আর সেই কারণে লঞ্চ হওয়ার আগেই নতুন এই বাইকের বুকিংও শুরু হয়ে যাচ্ছে এইমাস থেকেই।

    কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন F77 বৈদ্যুতিক মোটরসাইকেলটি তৈরি করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন করে। যার দরুণ এটিকে একবার চার্জ দিলে ৩০৭ কিমি দূরত্ব অতিক্রম করতে পারবে।

    img 20221021 233955

    জানিয়ে রাখি, নতুন এই F77 বৈদ্যুতিক মোটরসাইকেল (ultraviolette f77) লঞ্চ হতে চলেছে আগামী ২৪ শে নভেম্বর। আর তার আগেই আগামী ২৩ শে অক্টোবর থেকে এই গাড়ির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। এই গাড়ি খুব সহজেই বুকিং করতে পারেবেন যে কোন গ্রাহক। কারণ এই গাড়ির বুকিং মূল্য খুবই কম রাখা হয়েছে। জানা গিয়েছে, এই গারির বুকিং মূল্য রাখা হয়েছে মাত্র ১০ হাজার টাকা। প্রি বুকিং শুরু হওয়ার আগেই ১৯০ টি দেশ থেকে ৭০ হাজার অর্ডার পেয়ে গিয়েছে এই গাড়ির সংস্থা।

    এই F77 বৈদ্যুতিক মোটরসাইকেলটি (ultraviolette f77) পর্যায়ক্রমে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। সেই কারণে প্রথমে এই বাইক লঞ্চ করা হবে ব্যাঙ্গালোরে। আর তারপর ধীরে ধীরে অন্যান্য শহরে লঞ্চ করা হবে এই বাইক। দুর্দান্ত টপ স্পিড এবং ভালো রেঞ্জ পেতে হলে এই বাইক আপনাকে কিনতেই হবে। গত ৫ বছর ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এই বাইক তৈরি করা হয়েছে।

    img 20221021 234013

    এয়ারস্ট্রাইক, শ্যাডো এবং লেজার- এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই F77 বৈদ্যুতিক মোটরসাইকেল (ultraviolette f77)। প্রতিটি সংস্করণের নিজস্ব স্বতন্ত্র পরিচয় থাকবে বলেই জানা গিয়েছে। আল্ট্রাভায়োলেট F77 ডুয়াল-চ্যানেল ABS, সামঞ্জস্যযোগ্য সাসপেনশন, মাল্টিপল ড্রাইভ মোড এবং পুনর্জন্মগত ব্রেকিংয়ের মতো বৈশিষ্ট্য রয়েছে এই গড়িতে। সেইসঙ্গে একটি TFT স্ক্রিনও থাকবে, যা রাইডারকে বিভিন্ন তথ্য দেখিয়ে সাহায্য করবে। পোর্টেবল ফাস্ট চার্জার, স্ট্যান্ডার্ড চার্জার, হুইল ক্যাপ, হোম চার্জিং পড, ক্র্যাশ গার্ড, প্যানিয়ার্স এবং একটি ভিসার দেওয়া হবে গাড়ির সঙ্গেই।