Skip to content

সাউথ মুভিকে টেক্কা দিতে আসছে ক্রিশ 4, পরিচালক দিলেন বড়ো ইঙ্গিত

    বলিউড ইন্ডাস্ট্রি অন্যতম ডেসিং হিরো “হৃত্বিক রোশন” (Hrithik Roshan), যার ডান্সের পাগল গোটা দুনিয়া। খবর অনুযায়ী, বেশ কয়েক বছর পর আবারও তার একসাথে কয়েকটি ছবি মুক্তি পেতে চলেছে। রীতিমতো দক্ষিণ ফিল্ম কে টেক্কা দিয়ে বড় বাজেটের এই ছবি উপহার দিতে চলেছেন দর্শকদের। হৃত্বিকের আসন্ন ছবি ‘ক্রিস ৪’ (Krrish 4) এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা।

    নির্মাতা থেকে দর্শকরা প্রত্যেকেই আশা করছেন আসন্ন ছবি ‘ক্রিস ৪’ ব্যাপক সাড়া ফেলতে চলেছে বক্সঅফিসে। অনেকদিন পর সুপারহিরোর প্রত্যাবর্তনে ভালোই উন্মাদনা সৃষ্টি হয়েছে দর্শকমহলে। ছবিটির প্রযোজনা ও পরিচালনা করেছেন ‘রাকেশ রোশান’। সিনেমাটির স্ক্রিপ্ এর পাশাপাশি সংগীতের দিকেও বেশ শক্তিশালী হতে চলেছে বলে জানা যাচ্ছে।

    রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি দুটি অংশে তৈরী হতে চলেছে ক্রিস ৪ ও ক্রিস ৫ । যদিও সিনেমাটি কে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি। খবর অনুযায়ী, ‘ক্রিস ৩’ সিনেমা তে মৃত ‘রোহিত মেহেরা’কে জাদুর মাধ্যমে ফিরিয়ে আনা হবে ক্রিস ৪ সিনেমাতে। প্রায় ৬ বছর পর ‘জাদু’ আবার ফিরতে চলেছে ক্রিস ৪ সিনেমাতে।

    জানা যাচ্ছে, এই ছবির স্ক্রিপ্ নিয়ে নির্মাতারা কঠোর পরিশ্রম করেছেন। ছবিটির বিশেষ আকর্ষণীয় বিষয় হল, একই ছবিতে একই সঙ্গে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা হৃত্বিক রোশন। তার ভক্তরা এই প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উচ্ছ্বাসিত বলে শোনা যাচ্ছে। এখন দেখার বিষয়, বর্তমানে দক্ষিণের জনপ্রিয়তার পাশে হৃত্বিকের ক্রিস ৪ দর্শকদের কতটা মন জয় করতে পারে।