বিটাউনে বেজেছে বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সুনীল শেট্টির (sunil shetty) মেয়ে আথিয়া শেট্টি এবং ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। বর্তমান সময়ে তাঁদের বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়। একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি একজন দায়িত্ববান বাবাও সুনীল শেট্টি। তাই আগে থাকতেই মেয়ের বিয়ের তোরজোড় শুরু করে দিয়েছেন তিনি।
অভিনয় জীবনে অসাধারণ অভিনয় দক্ষতার কারণে দর্শকদের মনে নিজের একটা শক্ত জায়গা করে নিয়েছেন সুনীল শেট্টি। খ্যাতির পাশাপাশি সারা জীবনে উপার্জন করেছেন প্রচুর অর্থও। সেইসঙ্গে যাপন করেন বিলাবহুল জীবনও।
৬০-র ঘরে দাঁড়িয়েও আজকের দিনের যে কোন নায়ককে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন বলি অভিনেতা সুনীল শেট্টি। তাঁর স্টাইল, ফিটনেস, সবদিক থেকে বিচার করে তাঁর বয়স অনুমান করা খুবই শক্ত হবে। আবার স্যোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন এই অভিনেতা। নিজের জীবন যাপনের কিছু কিছু অংশ আবার তুলে ধরেন ভক্তদের জন্য।
‘বলওয়ান’ সিনেমার হাত ধরে ২৫ বছর বয়সে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সুনীল শেট্টি (sunil shetty)। এরপর নিজের এই কর্মজীবনে প্রায় ১০০ টিরও বেশি সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। অসাধারণ অভিনয় দক্ষতার কারণে, অল্প সময়ের মধ্যেই নিজের একটা বিরাট ফ্যানবেস তৈরি করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা। বেশকিছু দিন সিলভার স্ক্রীন থেকে দূরে থেকে, ব্যবসার দিকে একটু বেশি সময় দিচ্ছিলেন সুনীল শেট্টি। একটি রেস্তোঁরা এবং বারের বিশাল ব্যবসা রয়েছে অভিনেতার এবং তাঁর স্ত্রী মানা শেট্টি চালান ডেকোর সেন্টার। জানা যায়, ব্যবসা থেকে বছরে ১০০ কোটিরও বেশি টাকা উপার্জন করেন এই অভিনেতা।
পোরকর্ন মোশন পিকচার নামে নিজের একটি প্রোডাকশন হাউসও খুলেছেন সুনীল শেট্টি। পাশাপাশি এফটিসি নামে একটি অনলাইন উদ্যোগও খুলেছেন এবং এর মাধ্যমে শিল্পে নতুন দক্ষতা আবিষ্কৃত হয়। আবার মুম্বাইতে মিসচিফ ডাইনিং বার এবং ক্লাব H20 নামে নিজের দুটি ক্লাবও কিনেছেন তিনি। বর্তমান সময়ে বলিউডের ধনী সুপারস্টারদের তালিকায় নাম রয়েছে সুনীল শেট্টির।
বলিউডের এই তারকা বিলাসবহুল জীবন কাটান বলে জানা গিয়েছে। তাঁর সংগ্রহে টয়োটা প্রাডো ল্যান্ড ক্রুজার, জিপ র্যাংলার, মার্সিডিজ বেঞ্জ জিএলএস 350D, হামার H2, BMW X5, Jaguar XF এবং মার্সিডিজ ই-ক্লাসের মতো অনেক বিলাসবহুল গাড়িও রয়েছে। সঙ্গে রয়েছে বেশ কিছু বিলাসবহুল বাইকও। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে একটি বিলাসবহুল বাড়িতে থাকার পাশাপাশি খান্ডালায় একটি খামারবাড়িও রয়েছে সুনীল শেট্টির।
সূত্রের খবর, মেয়ে আথিয়া শেট্টির জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বাবা সুনীল শেট্টি (sunil shetty), যা কিনা রণবীর এবং আলিয়ার বাস্তু অ্যাপার্টমেন্টের কাছেই রয়েছে। শীঘ্রই বাবা মায়ের সঙ্গে এই নতুন বাড়িতে শিফট করতে চলেছেন আথিয়া।