‘জিরো’ সিনেমাটি ফ্লপ হওয়ার পর আর সেভাবে বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি বলিউডের কিং খান শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তবে খুব বেশি অপেক্ষা করতে হবে না, বলিউড বাদশার ভক্তদের। দীর্ঘ ৫ বছর পর আবারও পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ খান।
একটি কিংবা দুটি নয়, একসঙ্গে তিন তিনটে ছবি নিয়ে পর্দা কাঁপাতে মাঠে নামছেন বলিউডের কিং খান। ইতিমধ্যেই শাহরুখ খানের ভক্তরা তাঁর পরবর্তী ছবি ‘পাঠান’র লুক দেখে নিয়েছেন। আর এই ছবিতে কিং খানের লুখ দেখেই উত্তেজনার পারদ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। এই ছবি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস।
সেইসঙ্গে জানা গিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ছবিতেও দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। আবার শোনা যাচ্ছে, শাহরুখ-এটলি জুটি বাঁধতে চলেছে বলিউডে। এই জুটির গুঞ্জন বহু আগে থেকেই শোনা গিয়েছিল। এমনকি কাজও শুরু হয়ে গিয়েছিল গত বছরের মাঝামাঝি সময় থেকে।
ধারণা করা হচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবির নাম হতে পারে ‘লায়ন’। তবে ২৫ টি নাম নিয়ে বিস্তারিত আলোচনার পর সংযুক্ত আরব আমিরসাহীর এক ফিল্ম ক্রিটিকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সম্প্রতি জানা গিয়েছে, এই ছবির নাম হতে পারে ‘জওয়ান’ (Jawan)।
তবে এই ছবির নাম নিয়ে নানারকম গুঞ্জন উঠলেও, সঠিক নাম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। তবে পরিচালক এটলি কুমারের লেখা এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সানায়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার ছাড়াও সাউথের সুপারস্টার নয়নতারাকে।
An action-packed 2023!!⁰Bringing #Jawan to you, an explosive entertainer in cinemas 2nd June 2023.⁰In Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.
@gaurikhan @Atlee_dir @RedChilliesEnt https://t.co/3MWGKNwAwZ— Shah Rukh Khan (@iamsrk) June 3, 2022
এই ছবি নিয়ে ইতিমধ্যেই শাহরুখ খানের ফ্যানদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ধামাকাদার ট্রিজারের মাধ্যমে এই ছবির বিষয়ে জানানো হবে বলে জানা গিয়েছে।