Skip to content

চলছে না বলিউডের সিনেমা! আবারো সাউথের সিনেমার হিন্দি রিমেক করে বাজার কাঁপাতে চাইছে বলিউড

    দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির পুষ্পা (Pushpa), কেজিএফ ২ (KGF 2), আরআরআর (RRR) এর মত একাধিক সুপারহিট ছবি ব্যাপক সারা ফেলেছে গোটা দুনিয়ায়। জনপ্রিয়তার দিক থেকে বলিউডকেও পেছনে ফেলেছে দক্ষিণী ফিল্মগুলো। রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করেছে এই দক্ষিনী সিনেমা গুলি। এবার সাউথ ইন্ডাস্ট্রিকে টেক্কা দিয়ে বলিউডে তৈরি হতে চলেছে একাধিক সাউথ রিমিক ছবি।

    বলিউডের জনপ্রিয়তাকে ধরে রাখতে নির্মাতারা এখন বায়োপিক ও সাউথ সিনেমা গুলির রিমিক করার ওপরই বেশি ফোকাস করছেন। খবর অনুযায়ী, আসন্ন ১০ টি সুপারহিট দক্ষিণ সিনেমার রিমিক হতে চলেছে বলিউডে। আলোচ্য বিষয় সেই দক্ষিণী সিনেমাগুলি সম্পর্কে, যেগুলো বলিউডে রিমিকে ব্যাস্ত নির্মাতারা।

    ১. আলা বৈকুণ্ঠপুরামলো

    আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে অভিনীত দক্ষিনী ব্লকবাস্টার ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ (2020) এবার বলিউডে রিমিক হতে চলেছে। বলিউডে এই ছবির নাম করণ করা হয়েছে ‘শাহজাদা’, যার প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের চকলেট হিরো ‘কার্তিক আরিয়ান’।

    ২. ভাগমতি

    ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ভাগমতি, এবার বলিউডে প্রত্যাবর্তন হতে চলেছে। এই ছবির হিন্দি রিমেকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ‘অক্ষয় কুমার’ ও ‘ভূমি পেডনেকার’।

    ৩. মাস্টার

    খবর অনুযায়ী, দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয়ের মাস্টার ছবিটি হিন্দি রিমিকে অভিনয়ে ব্যাপক আগ্রহী বলিউডের ভাইজান ‘সলমান খান’। জানা যাচ্ছে, ছবিটি একজন নেশাগ্রস্ত (মাদক আসক্ত) অধ্যাপককে কেন্দ্র করে নির্মিত হতে চলেছে।

    ৪. অ্যানিয়ন

    ২০০৫ সালের একটি তামিল চলচ্চিত্র অ্যানিয়ন। যার রিমেক করতে চলেছে এবার বলিউড। সূত্রে খবর, ছবির হিন্দি রিমেকে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘রণবীর সিং’।

    ৫. ধুরুভাঙ্গাল পদিনারু

    দক্ষিণী ব্লকবাস্টার ছবি ধুরুভাঙ্গাল পদিনারু, যা ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো। সিনেমাটি কিছুটা রহস্য জনক বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত। হিন্দিতে এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন বরুণ ধাওয়ান ও পরিণীতি চোপড়া।

    ৬. সোয়াররাই পোত্রু

    ২০২০ সালে মুক্তি পাওয়া তামিল ছবি ‘সোয়াররাই পোত্রু’ ছবিটির সম্প্রতি হিন্দি রিমেকের ঘোষণা হয়েছে। জানা যাচ্ছে, রিমিক ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন অক্ষয় কুমার ও রাধিকা মদন।

    ৭. বিক্রম ভেধা

    বিক্রম ভেধা-এর হিন্দি রিমেকে প্রধান ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন এবং সাইফ আলি খান। খবর অনুযায়ী, এই ছবির শুটিং কিছু দিন আগে থেকেই শুরু হয়েছে।

    ৮. আঘাত

    তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির আঘাত ছবিটি এবার রিমিক করতে চলেছে বলিউড। এই রিমিক ছবিটির মুখ্য ভূমিকায় একজন পুলিশের চরিত্রে দেখা যাবে অভিনেতা ‘রাজকুমার রাও’ কে।

    ৯. রাতাসন

    ২০১৮ সালে তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়া ছবিটি একজন পুলিশ অফিসারের গল্পকে ঘিরে আবর্তিত। জানা যাচ্ছে, এই ছবির রিমিকে অভিনয় করতে পারেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।

    ১০. ক্যাথি

    দক্ষিণ ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র ক্যাথি ছবিটি বলিউডে রিমিক করতে চলেছেন নির্মাতারা। হিন্দিতে রিমিক এই ছবির মূল চরিত্রে দেখা যাবে ‘অজয় দেবগন’কে।