বর্তমান সময়ের দর্শকদের মধ্যে সাউথের সিনেমা দেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। বাংলা, হিন্দি পেরিয়ে দক্ষিণের সিনেমা বেশি আকর্ষিত করছে দর্শকদের। সেই কারণে দেখা যাচ্ছে, বাংলা কিংবা হিন্দি সিনেমার তুলনায় প্রেক্ষাগৃহে সাউথের ছবি দেখার জন্য ভিড় জমাচ্ছেন দর্শকরা।
তবে এবার কিছুটা পুরনো স্টাইলে মাঠে নামতে চাইছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতারা। মন দিচ্ছেন রিমেক তৈরির উপর। এর আগে এমনটা অনেকবারই দেখা গিয়েছে যেখানে দক্ষিণের সিনেমার রিমেক করে বাজার কাঁপিয়েছে একাধিক হিন্দি সিনেমা। আর এবারেও তেমনটা হতে চলেছে। দর্শকদের হল মুখী করতে সাউথের সিনেমার রিমেক নিয়ে কাজ শুরু করছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতারা।
আলা বৈকুণ্ঠপুরামুলো (Ala Vaikunthapurramuloo)- সাউথ ইন্ডাস্ট্রিতে ২০২০ সালেই মুক্তি পেয়েছে দক্ষিণের স্টাইলিশ স্টার আল্লু অর্জুন অভিনীত ছবি আলা বৈকুণ্ঠপুরামুলো। এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা গিয়েছে দক্ষিণি অভিনেত্রী পূজা হেগড়েকে। শোনা গিয়েছে এই ছবির রিমেক খুব শীঘ্রই আসতে চলেছে। আর এখানে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
মাস্টার (Master)- দক্ষিণের বিখ্যাত অভিনেতা থালাপতি বিজয় অভিনীত ছবি ‘মাস্টার’রও রিমেক হতে চলেছে বলিউডে। বাচ্চাদের স্কুলে পাঠানো এক মাদকাসক্ত অধ্যাপককে ঘিরে তইর এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সলমন খানকে।
বিক্রম ভেদা (Vikram Vedha)- শীঘ্রই মুক্তি পেতে চলেছে দক্ষিণি ছবি বিক্রম ভেদার হিন্দি রিমেক। যেখানে দেখা যাবে হৃত্বিক রোশন এবং সাইফ আলি খান। দক্ষিণের ছবিতে বিজয় সেতুপতি এবং আর মাধুবান অভিনীত এই ছবির হিন্দি রিমেকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
ক্যাথি (Kaithi)- একজন প্রাক্তন বন্দি কিভাবে জেল থেকে বেরিয়ে তাঁর মেয়ের সঙ্গে দেখা করেন- এই প্রেক্ষাপটে নির্মিত সাউথের ‘ক্যাথি’র রিমেক হতে চলেছে বলিউডে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউড স্টার অজয় দেবগনকে।
ভাগমতী (Bhaagamathie)- কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলছে অক্ষয় কুমার এবং ভূমি পেড়নেকর অভিনীত একটি ভৌতিক ছবি, যেখানে একটি ভুতুড়ে বাড়িতে বন্দি প্রাক্তন জেলা কালেক্টরকে নিয়েই ছবির গল্প। এই ছবিটি অনুষ্কা শেট্টি অভিনীত সাউথের ছবি ‘ভাগমতী’ রিমেক বলে জানা গিয়েছে।