Skip to content

সৌন্দর্য্যের দিক থেকে হার মানাবে যে কোন বলি অভিনেত্রীকে, লাইমলাইট থেকে অনেক দূরে থাকেন ববি দেওলের স্ত্রী তানিয়া

    img 20230330 153735

    হিন্দি বিনোদন দুনিয়ার এক জনপ্রিয় অভিনেতা হলেন ববি দেওল (Bobby Deol)। বলি অভিনেতা ধর্মেন্দ্রর ছোট ছেলে হলেন ববি দেওল। বলিউডে একাধিক সুপারহিট চলচ্চিত্রে তাঁকে দেখা গিয়েছে। তবে এই অভিনেতার স্ত্রী লাইমলাইট থেকে দূরে থাকলেও, কোন বলি অভিনেত্রীর থেকে কম সুন্দরী নন।

    অনেকেই এই বিষয়ে অবগত নন যে, ববি দেওলের স্ত্রী তানিয়া দেওল (Tanya Deol) একজন ভালো ব্যবসায়ী। তাঁর ফার্নিচার ও গৃহসজ্জার ব্যবসা রয়েছে। আবার ‘জুরম’ এবং ‘নানহে জয়সালমের’ চলচ্চিত্রে কস্টিউম ডিজাইনার হিসাবে কাজও করেছেন। তিনি সৌন্দর্য্যের দিক থেকে এককথায় টেক্কা দিতে পারেন, যে কোন বলি অভিনেত্রীকে। তবে তা সত্ত্বেও এই গ্ল্যামার দুনিয়া থেকে অনেক দূরে রয়েছেন তিনি।

    জানা যায়, বন্ধুদের সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়ে সেখানেই তানিয়ার সঙ্গে দেখা হয় ববি দেওলের। প্রথম দর্শনেই প্রেমে পড়ে যাওয়ার কারণে, তাঁরা বেশিদিন অপেক্ষা না করে ১৯৯৬ সালে সাত পাকে বাঁধা পড়েন। তানিয়ার বাবা দেবেন্দ্র আহুজা 20th Century Finance Limited কোম্পানির MG  হওয়ার পাশাপাশি সেঞ্চুরিয়ান ব্যাংকের প্রবর্তকও ছিলেন। ২০১০ সালের আগস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

    জানিয়ে রাখি, গোবিন্দার সঙ্গে ব্রেকআপের পর বলি অভিনেতা ববি দেওলের সঙ্গে ৫ বছর প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী নীলামের। তবে এই সম্পর্ক শুধুমাত্র প্রেমেরই নয়, তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন সাত পাকে বাঁধাও পড়বেন।

    img 20230330 153621

    কিন্তু রিপোর্ট বলছে, তাঁদের এই ভালোবাসার সম্পর্কের মাঝে বাস্তবের ‘ভিলেন’ হয়ে দাঁড়ান ববি দেওলের বাবা বলি অভিনেতা ধর্মেন্দ্র। তিনি নাকি চাননি, কোন বলিউডের অভিনেত্রী তাঁর পরিবারের বউমা হোক। সেই কারণে ভালোবাসার সম্পর্ককে সেখানেই ইতি জানাতে হয় ববি এবং নীলামের।