পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ নামে জনপ্রিয় হয়েছেন বলি অভিনেত্রী শেহনাজ গিল (shehnaaz gill)। নিজের সৌন্দর্য্য দিয়ে ভক্তদের মন জয় কিভাবে করতে হয়, তাঁর থেকে ভালো বোধ করি আরভ কেউ জানেন না। তবে বিগ বস হাউসে প্রবেশ করেও বিগ বস সিজন ১৩-র বিজয়ী হতে পারেননি তিনি।
অন্যদিকে স্যোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী। সেই কারণে তাঁর ফ্যান ফলোয়ারও অনেক বেশি। নেটদুনিয়ায় তাঁর কোন ছবি বা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে এখন বিটাউনে সেভাবে পা রাখার আগেই তাঁর যা জনপ্রিয়তা, তা কোন বলি অভিনেত্রির থেকে কম কিছু নয়। তাঁর অগণিত ভক্তরা অভিনেত্রীর এক ঝলক দেখার জন্যই উন্মুখ হয়ে থাকে।
প্রায়শই দেখা যায় নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের সুন্দর সুন্দর ছবি আপলোড করেন শেহনাজ গিল (shehnaaz gill)। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর সর্বশেষ আপলোড করা ছবি দেখে, ভক্তরা তাঁকে বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেছেন। সেই কারণে শেহনাজ গলকে আবার পাঞ্জাবি ক্যাটরিনা কাইফও বলা হয়ে থাকে।
সম্প্রতি নিজের ইনস্তাগ্রাম হ্যান্ডেল থেকে বেশকিছু ছবি এবং ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করেছেন শেহনাজ গিল। পড়নে নীল রঙের স্যুটের সঙ্গে হালকা মেকআপ, হাতে ব্রেসলেট এবং কানে সুন্দর দুল পরিহিত অবস্থায় তাঁর রূপ যেন এক অনন্য মাত্রা পেয়েছে। পাঞ্জাবি কুড়ি সেজে দেশি স্টাইলে সকলের মন জয় করে নিয়েছেন তিনি।
ভিডিওতে গুরু রন্ধাওয়ার পাঞ্জাবি গান ‘জিন্দ মাহি আজা ভে’তে অভিনয় করতে দেখা গিয়েছে শেহনাজ গিলকে (shehnaaz gill)। যা দেখে তাঁর ভক্তরা কেউ লিখেছেন, ‘আপনি এত সুন্দর, আপনাকে অনেক ভালোবাসা’। আবার অন্য এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘বাহ কত সুন্দর লাগছে আপনাকে’।