জি বাংলার ‘ত্রিনয়নী’ থেকে স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অসাধারণ অভিনয় করার পরও, গায়ের রং ‘কালো’ হওয়ায় সমালোচকদের থেকে কটাক্ষের শিকার হয়েছেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। এবার তাঁর এই কালো হায়ের রঙের কারণে ধন্য ধন্য করল নেটিজনরা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’র হাত ধরে টেলিভিশন জগতে পা রেখেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। ধারাবাহিকে তাঁর চরিত্রটি মাঝে মধ্যেই ভবিষ্যৎ দেখতে পেত। এই বিষয় নিয়ে বহুবার তাঁকে স্যোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে। পাশাপাশি তাঁর গায়ের রং একটু চাপা হওয়ার কারণেও তাঁকে কম কটাক্ষ করেনি নেটিজনরা।
আবার এই ধারাবাহিকের পরবর্তীতে স্টার জলসায় ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়া চরিত্রটিকে একেবারেই পছন্দ করেনি দর্শকরা। একে তো গায়ের রং কালো, তারউপর পরিচালকের সঙ্গে প্রেম হওয়ায়, নানারকম কুৎসা রটোনা হয়েছে তাঁর নামে।
তবে এবার সেসব নিন্দাকে পেছনে নতুন রূপে ধরা দিচ্ছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। আগামী ২৫ শে সেপ্টেম্বর মহালয়ার সকালে কালার্স বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনীতে (Mahisasurmardini) কালী রূপে দেখা যাবে শ্রুতি দাসকে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের একটি ছোট ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে। যেখানে কালী রূপে দেখা গিয়েছে শ্রুতিকে।
মাথা ভর্তি চুল, গা ভর্তি গয়নায় দেবী দূর্গার দশ অবতারের মধ্যে কালীকা রূপে তাঁকে দেখা যাবে। সেইসঙ্গে দেবী দূর্গার রূপে থাকছেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এছাড়াও দেবী কমলার রূপে থাকছেন ডোনা ভৌমিক। দেবী ভুবনেশ্বরীর রূপে দেখা যাবে অদ্রিজা রায়কে। দেবী চিন্নামস্তার ভূমিকায় থাকছেন দেবাদৃতা বসু। দেবী ধুমাবতীর ভুমিকায় সৈরিতি বন্দ্যোপাধ্যায়। দেবী ত্রিপুরাসুন্দরীর ভূমিকায় অভিনয় করবেন দেবলীনা দত্ত। দেবী মাতঙ্গীর রূপে দেখা যাবে ঐন্দ্রিলা শর্মাকে। দেবী বগোলার ভূমিকায় দেখা যাবে তিতিক্ষা দাসকে। তারা মায়ের ভূমিকায় রয়েছেন সংঘমিত্রা তালুকদার এবং দেবী ভৈরবীর বেশে থাকছেন রিমঝিম মিত্র।
এই অনুষ্ঠানের ট্রেলার মুক্তি পাওয়ার পাশাপাশি অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) মেকআপেরও একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। সেইসঙ্গে নেটনাগরিকরা এই ভিডিও দেখে শিউরে উঠেছেন।