হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম একটি জনপ্রিয় রিয়ালিটি শো হল বিগ বস (bigg boss)। আর এই শোয়ের হোস্ট হচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান (salman khan)। এই শোয়ের এবার সিজন ১৬ আসতে চলেছে। আর বিগ বস ১৬ (bigg boss-16) নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই শো কবে থেকে শুরু হচ্ছে থেকে শুরু করে এই সিজনে কারা অংশ নিতে চলেছে, সব কিছু মিলিয়ে হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে।
সূত্র মারফত জানা গিয়েছে, অক্টোবর ২০২২ থেকে শুরু হতে চলেছে সলমন খানের (salman khan) বিগ বস ১৬ (bigg boss-16)। এই শো নিয়ে আর কোন সমস্যা চাইছেন না নির্মাতারা। ইতিমধ্যেই এই শো নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, সপ্তাহান্তে রাত ৯ টা থেকে শুরু হবে এই অনুস্থান।
শো অংশগ্রহণকারী সেলিব্রিটিদের বিষয়ে জানা গিয়েছে-
শীঘ্রই ‘খতরো কা খিলাড়ির সিজন ১২’-র অংশ হতে চলেছেন শিবাঙ্গী জোশী (Shivangi Joshi)। এই শোয়ের শ্যুটিং শেষ করে তারপর বিগ বস ১৬-এ তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও বিশেষ কিছু বলেননি অভিনেত্রী।
খতরো কা খিলাড়ির পর এবার বিগ বস ১৬-র গ্ল্যামার বাড়াতে চলেছেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি (Divyanka Tripathi)।
বিগ বস ১৬ (bigg boss-16)-এ অংশ নেওয়ার জন্য কিছুদিন আগেই নির্মাতার মাহি ভিজ (Mahhi Vij)-কেও প্রস্তাব পাঠিয়েছিলেন। জানা যাচ্ছে এই শোয়ে এই অভিনেত্রীকে দেখা যেতে পারে।
‘লক আপ’এ জয়ী হওয়ার পর ভাগ্য খুলে গিয়েছে মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)-র। বিগ বস ১৬-র পক্ষ থেকেও তাঁর কাছে অফার গিয়েছে বলে জানা গিয়েছে। তবে আশা করা যাচ্ছে, এই পর্বে তাকে দেখা যাবে।
সিরিয়াল ছাড়ার পর একের পর এক অফার আসছে গশ্মীর মহাজানি (gashmeer mahajani)-র কাছে। শোনা গিয়েছে ‘খতরো কা খিলাড়ির সিজন ১২’ এবং ‘বিগ বস ১৬’ দুইদিক থেকেই তাঁর কাছে প্রস্তাব গিয়েছে। কিন্তু তিনি ‘খতরো কা খিলাড়ির সিজন ১২’র অংশ হতে চাননি বলে জানা গিয়েছে। তবে বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, তাঁকে বিগ বস ১৬-এ দেখা যেতে পারে।