শীঘ্রই হতে চলেছে কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (Kaun Banega Crorepati) ‘ফিনালে সপ্তাহ’। আর সেই সপ্তাহেই হাজির হচ্ছে জনপ্রিয় বিজনেস রিয়েলিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া'(Shark Tank India) -এর দ্বিতীয় সিজন বিচারকরা। সেখানেই এই বিচারকদের সামনে নিজের এক ব্যবসার কথা বললেন বিগ বি অমিতাভ বচ্চন (amitabh bachchan)। আর এই ব্যবসাতেই তাঁরা ১০০ কোটি টাকা নিয়োগের কথাও জানালেন।
ছোট পর্দায় কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে জনপ্রিয় বিজনেস রিয়েলিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-এর দ্বিতীয় সিজন। সম্প্রতি এই সিজনের বিচারকরা কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ‘ফিনালে সপ্তাহ’এ হাজির হয়েছিল। আর এই মঞ্চে এই বিচারকদের দেখেই অমিতাভ বচ্চন তাঁদের সামনে এক ব্যবসায়িক ধারণা তুলে ধরতেই, তাতে মুগ্ধ হয়ে তাঁরা ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশুতি দেন।
এই ব্যবসার বিষয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘এটি হল ‘AB টিস্যু’। এই টিস্যুর ব্যবহার এই মঞ্চে আমরা আগেও করেছি। এই মঞ্চে কোন প্রতিযোগি আবেগান্বিত হয়ে পড়লে, আমরা তাঁর চোখের জলও মুছিয়ে দিয়েছি এই টিস্যু দিয়ে’। বিগ বি’র এই ব্যবসায়িক আইডিয়া দেখে এই ব্যবসায় ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেন এই বিচারকরা।
সম্প্রতি সোনি টিভির পক্ষ থেকে তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে এই অনুষ্ঠানের একটি টিজার লঞ্চ করেছে। আর সেখানেই দেখা যায় এই ব্যবসায়িক আলচনার ভিডিও। যদিও সমস্ত বিষয়টাই ছিল মজার ছলে। তবে এই ভাবেই ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার’ দ্বিতীয় পর্বের প্রোমোশনও হয়ে গেল।
জানিয়ে রাখি, এমকিউর ফার্মার নির্বাহী পরিচালক নমিতা থাপারের সাথে অনুপম মিত্তাল, আমান গুপ্তা, প্রতিষ্ঠাতা, বট, পেয়ুষ বনসাল, সিইও, লেন্সকার্ট, ভিনিতা সিং, সিইও, সুগার কসমেটিকস এবং কারদেখো প্রতিষ্ঠাতা অমিত জৈনও দেখতে পারেন৷ শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার দ্বিতীয় সিজনে। সেইসঙ্গে জানিয়ে রাখি, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে সম্প্রচারিত হবে এই শো।