Skip to content

সরাসরি দুই সতীর্থের দিকে আঙুল তুললেন “ভুবনেশ্বর কুমার”! জানালেন ভারতের হারের জন্য কারা দায়ী?

    img 20221101 151609

    পার্’থে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২২) ‘দক্ষিণ আফ্রিকা’র কাছে ৫ উইকেটে হেরেছে ‘ভারত’। প্রথমে ব্যাট করে ১৩৪ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া (India)। জবাবে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা (South Africa)। এই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা ক্যাচ মিস করেছেন। এটাই ভারতের পরাজয়ের অন্যতম প্রধান কারণ। এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফাস্ট বোলার “ভুবনেশ্বর কুমার”।

    img 20221101 151651

    ভুবনেশ্বর কুমারে’র প্রতিক্রিয়া স্পষ্ট যে তিনি, ম্যাচ হেরে যাওয়ার জন্য দায়ী করছেন তার দুই সতীর্থদের। সরাসরি আঙ্গুল তুললেন রোহিত শর্মা ও বিরাট কোহিল’র উপর। ভুবনেশ্বর বলেছেন যে, ‘এডিন মার্করাম-এর ক্যাচ মিস না করলে এবং দুটি রান আউটে’র সুযোগ মিস না করলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলাফল অন্যরকম হতো’। মার্করাম যখন ৩৫ রানে তখন তার ক্যাচ ফেলে দেন ‘বিরাট কোহলি’। এই ব্যাটসম্যান এর পূর্ণ সদ্ব্যবহার করেন এবং ৫২ রান করে দেন দলের জন্য।

    এই ক্যাচ, দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ভারত দুটি রান আউটের সুযোগ হাতছাড়া করেছে। ম্যাচের পর ভুবনেশ্বর সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি ক্যাচ মিস না করতাম, তাহলে ফল অন্যরকম হতো। ম্যাচ গুলো ক্যাচ নিয়ে জিতে যায়। আমরা যদি সেই সুযোগগুলোকে পুঁজি করে কাজে লাগাতাম, তাহলে এটা একটা পার্থক্য করতে পারত’।

    img 20221101 151740

    এছাড়া রানআউট করতে না পারার কথাও উল্লেখ করেছেন ভুবি। ভারতীয় ব্যাটসম্যানদের কোন দোষ নেই এবং ফিল্ডিং আরও ভালো ও মজবুত করতে হবে বলেও জানিয়েছেন তিনি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছেন ভারত। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৬ রানে জয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাকে জিততে দেয়নি এবং ৫ উইকেটে পরাজিত করে।