Skip to content

জনপ্রিয়তা ছুঁয়েছে আকাশ, রিয়ালিটি শোয়ের পর এবার অভিনয় করবেন ‘কাচা বাদাম’ খ্যাত ভুবনবাবু

    ‘আমার কাছে নেইগো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাচা বাদাম’- এই গান গেয়ে অগাধ জনপ্রিয়তা পেয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar)। পেটের দায়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি করতেন তিনি। আর একদিন তাঁর এই গানই বদলে দিল ভাগ্য। রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলেন বীরভূমের সেই বাদাম বিক্রেতা।

    স্যোশাল মিডিয়ায় খুললেই শুধু দেখা যেত ‘কাচা বাদাম’ গানে ভুবন বাবুর বাদাম বিক্রির ভিডিও। নেটদুনিয়ায় ভাইরাল হতেই ভুবন বাবুর বাড়ি পৌঁছে গিয়েছিলেন ছোট থেকে বড় নানা মাপের মানুষজন। তাঁকে ঘিরে তৈরি হয়েছিল নানারকম নিউজ, ইউটিউব ভিডিও, রিলস ইত্যাদি ইত্যাদি।

    এরপর গানের একটি অল্যাবামেও দেখা গিল ভুবন বাদ্যকরকে (Bhuvan Badyakar)। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, অল্প সময়ের মধ্যেই খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছেন এই সাদামাটা ভদ্রলোকটি। বর্তমানে ধুতি পাঞ্জাবি ছেড়ে, তাঁর পড়নে উঠেছে কোট ব্লেজার। গানের পাশাপাশি রিয়ালিটি শোতেও দেখা গিয়েছে তাঁকে এবং সঙ্গে তাঁর স্ত্রী আদুরি দেবীকে।

    এবার গানের পাশাপাশি অভিনয় জগতে পদার্পণ করতে চলেছেন এই ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar)। জানা গিয়েছে, যাত্রাপালা ‘খোকাবাবুর খেলাঘর’-এ অভিনয় করবেন ভুবন বাবু। একথা নিজের মুখেই জানিয়েছেন বাদাম বিক্রেতা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই যাত্রাপালার পোস্টার।

    সূত্রের খবর, আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে এই বছরই দেখা যাবে এই যাত্রাপালা। যেভাবে অল্প সময়ের মধ্যে গ্রামবাংলার এক সাধারণ বাদাম বিক্রেতা হয়েও এত সাফল্য পেয়েছেন, সেটাকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়ার যাত্রাপালার ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আয়োজকরা।

    জানিয়ে রাখি, কিছুমাস আগে নির্বাচনী প্রচারে এক তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিতে দেখা গিয়েছিল ভুবন বাবুকে। সেইসময় তাঁকে রাজনীতিতে আসার বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, এখন তিনি সেলিব্রিটি বলেই তাঁকে এই প্রচারে ডাকা হয়েছে।