বাড়ি, গাড়ির পর এবার অ্যাপেল আইফোন ১৩ (iPhone 13) পেলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। শুধু তাই নয়, এই গিফট হাতে পেয়ে নিজের ইউটিউব চ্যানেলে এসে গিফট আনবক্স করে দেখিয়ে সেই আনন্দ ভাগ করে নিলেন নিজের ফ্যানদের সঙ্গে।
স্যোশাল মিডিয়া ভাগ্যের জায়গা। এই মাধ্যম থেকে কখন যে কার ভাগ্য ফিরে যাবে, তা বলা বড়ই মুসকিল। একটা সময় সাইকেল বা পুরোনো মোটর বাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করে সংসার চলতেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। আর বর্তমানে নেটদুনিয়ার জোরে, রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছেন তিনি।
ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই আর অভাবের মুখ দেখতে হয়নি তাঁকে। রীতিমত সেলিব্রিটি হয়ে গিয়েছেন তিনি। গান রেকর্ড করা থেকে শুরু করে, দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠান এবং রিয়্যালিটি শো থেকেও ডাক পাচ্ছেন ভুবন বাদ্যকর। ‘ভগবান কাউকে দিলে, দুহাত ভরে দেন’, এক কথায় এটা যেন ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে ভুবন বাদ্যকরের কাছে।
ভাগ্যের চাকা ঘুরতেই চারচাকা গাড়ি, বাড়ি সবই করেছেন ভুবনবাবু। সেইসঙ্গে নিজের নামেই খুলে নিয়েছেন একটি ইউটিউব চ্যানেল। যেখানে নিজেই ভিডিও পোস্ট করেন তিনি। আর এবার সেখানেই নিজের নতুন প্রায় ৭০ হাজার টাকা দামের iPhone 13 আনবক্স করে দেখালেন তিনি।
তবে এই iPhone 13 যে নিজে কেনেননি সেকথা ভিডিওতে নিজের মুখেই জানালেন ভুবনবাবু। ভিডিওতে তিনি বলেন, সম্প্রতি একটি গানের অনুষ্ঠানের জন্য দিল্লী গিয়েছিলেন তিনি। আর সেই অনুষ্ঠান থেকেই উপহার স্বরূপ এই iPhone 13 দেওয়া হয়েছে তাঁকে। এই উপহার পেয়ে ভীষণই খুশি ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)।