Skip to content

পার করেছে শালীনতার মাত্রা, পরিবারকে নিয়ে দেখা সম্ভব নয় আসন্ন ৫ ওয়েব সিরিজ

  বর্তমান সময়ে ইন্টারনেটের দুনিয়ায় ঘরে বসেই মানুষ নানাভাবে নিজের অবসর সময়টা কাটাতে পারে। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ (web series), সমস্ত কিছুই এখন মানুষের মুঠোফোনে বন্দী। তবে সম্প্রতি সময়ে এমন কিছু ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে, যা পরিবার পরিজন নিয়ে দেখার মত নয়।

  সাহসিকতার মাত্রা কিছুটা বেশি দেখা যায় ওয়েব সিরিজ গুলোতে। তবে কিছু কিছু ওয়েব সিরিজ আবার সেই সাহসিকতার মাত্রা ছাড়িয়ে যায়। আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্মে এমন কিছু ওয়েব সিরিজ (web series) মুক্তি পেতে চলেছে, যা একেবারেই পরিবারের সঙ্গে বসে দেখার মত নয়।

  আধা ইশকঃ কাশ্মীর এবং মুসৌরির সুন্দর সমভূমিকে প্রদর্শিত করে আগামী ১২ ই মে মুক্তি পেতে চলেছে আধা ইশক। ভুটে আসন্ন এই ওয়েব সিরিজটি মূলত একটি রোমান্টিক থ্রিলার। প্রেমের উপর ভিত্তি করে তৈরি এই ওয়েব সিরিজে বেশকিছু বোল্ড দৃশ্য রয়েছে, যা একেবারেই ১৮ বছরের কম বয়সীদের দেখা উচিত নয়।

  Ek Thi Begum | Official Trailer | Rated 18+ | Revenge Drama | Anuja Sathe | MX Original Series – YouTube

  এক থি বেগমঃ ৩ রা সেপ্টেম্বর এমএক্স প্লেয়ারে মুক্তি পেতে চলেছে রোমান্টিক থ্রিলার ‘এক থি বেগম’। গল্পে দেখানো হয়েছে, স্বামীর হত্যার প্রতিশোধ নিতে অপরাধমূলক সিন্ডিকেটের সাথে ফ্লার্ট করে এক মহিলা। তবে এটাই দেখার শেষ পর্যন্ত সে কি সফল হতে পারবে, নাকি অপরাধীদের ফাঁদে আটকা পড়বে। তবে এই ওয়েব সিরিজেও যথেষ্ট বোল্ড দৃশ্য রয়েছে।

  Mirzapur Season 3 | Official Trailer | Mirazapur 3 Update | Mirazapur 3 Release Date Update | Amazon – YouTube

  মির্জাপুর সিজন ৩ঃ মির্জাপুরের সিজন ১ এবং ২ ভীষণ জনপ্রিয় হয়ার কারণে এই ওয়েব সিরিজের তৃতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকমহল। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। তবে এখানে বেশ কিছু বোল্ড দৃশ্য থাকার কারণে এটি অপ্রাপ্তবয়স্কদের দেখা উচিত নয়।

  The Summer I Turned Pretty trailer – YouTube

  দ্য সামার আই টার্নড প্রিটিঃ আগামী ১৭ ই জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে ‘দ্য সামার আই টার্নড প্রিটি’। এই ওয়েব সিরিজে দুই ভাইয়ের মধ্যে একটি মেয়েকে নিয়ে ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে। যেখানে ভরপুর বোল্ড দৃশ্য রয়েছে।

  Virgin River Season 4 Trailer, Release Date on Netflix, Cast, Filming (2022) – YouTube

  ভার্জিন রিভার সিজন ৪ঃ ভার্জিন রিভার সিজন ৩ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। তবে এই ওয়েব সিরিজের (web series) চতুর্থ পর্ব কবে রিলিজ করবে, তা নিয়ে এখন কিছু জানা যায়নি। তবে এই পর্ব দেখতে আপনাকে একটি বন্ধ ঘরের প্রয়োজন হবে।