মেধা ভালো থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, অর্থের অভাবে পড়াশুনা বন্ধ করে দেন অনেক গরীব পরিবারের ছেলে মেয়েরা। ইতিমধ্যেই এই সকল দুঃস্থ অথচ মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এবার আরও বড় এক পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চালু করতে চলেছে ‘আর্নিং উইথ লার্নিং’ ব্যবস্থা।
ইউরোপ বা আমেরিকার মত নিয়ম এবার চালু হতে চলেছে বাংলাতেও (west bengal)। সেখানে পড়াশুনা করার পাশাপাশি বিভিন্ন রকম কাজের সঙ্গেও যুক্ত থাকে পড়ুয়ারা। এবার এই ব্যবস্থা এই রাজ্যেও চালু করার চেষ্টা করছে রাজ্য সরকার। পড়সশুনার পাশাপাশি ইন্টার্নশপের ব্যবস্থা করা হবে পড়ুয়াদের জন্য। এক্ষেত্রে শিক্ষার পাশাপাশি থাকছে অর্থ উপার্জনের পথও।
বিশেষত দুঃস্থ পড়ুয়াদের কথা মাথায় রেখে এমনতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই রাজ্য মন্ত্রী সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথমে এই ব্যবস্থা চালু করা হবে পশ্চিমবঙ্গের (west bengal) স্নাতকস্তরের পড়ুয়াদের জন্য। তাঁরা কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়শুনা করার পাশাপাশি রাজ্যের ব্লক এবং পঞ্চায়েত স্তরে কাজ করার মধ্যে দিয়ে ইন্টার্নশিপ করতে পারবেন। সেইসঙ্গে প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভাতাও দেওয়া হবে এই পড়ুয়াকে।
তবে এই বিষয়ে বলা হয়েছে, ইন্টার্ন হিসাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় ৬ হাজার পড়ুয়াকে নিযুক্ত করা হবে। তবে এই পড়ুয়াদের নূন্যতম ৬০% নম্বর পেতেই হবে। তবেই সেই পড়ুয়া এই ইন্টার্ন করার সুযোগ পাবে। উচ্চ শিক্ষা দপ্তর এই গোটা বিষয়টা পর্যবেক্ষণ করবে বলেও জানা গিয়েছে। সেইসঙ্গে জানা গিয়েছে, দ্রুতই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
এই প্রকল্প চালুর মধ্যে দিয়ে রাজ্যের দুঃস্থ কিন্তু মেধাসম্পন্ন ছাত্র ছাত্রীদের কিছুটা হলেও উপকার হবে। তাঁরা পড়াশুনার পাশাপাশি অর্থ রোজগার করে নিজেদের খরচও চালাতে পারবে। আর জানা গিয়েছে, এই ইন্টার্নশিপ শেষে পড়ুয়াদের উৎসাহ দেখে মেয়াদ বাড়ানোর পাশাপাশি শংসাপত্র দিয়ে স্থায়ী নিয়োগের বিষয়ে ভেবে দেখবে সরকার। এই গোটা উদ্যোগ নিয়েছেন রাজ্যের (west bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যার ফলে সমাজের পিছিয়ে পড়া পড়ুয়ারা কিছুটা এগিয়ে আসার সুযোগ পাবে।