Skip to content

সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি আবার বিজনেস টাইকুনও, প্রতি মাসে মোটা টাকা কামাচ্ছেন বলিউডের ৫ নায়িকা

    কথায় বলে গ্ল্যামারের দিক থেকে বিটাউনের অভিনেত্রীরা সবার থেকে এগিয়ে থাকে। দেখা যায় অভিনয়ের পাশাপাশি বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনের সঙ্গেও যুক্ত থাকেন বলিউডের একাধিক অভিনেত্রীরা। সৌন্দর্য্যের পাশাপাশি ব্যবসার দিকেও তাঁরা বেশ দক্ষ।

    অভিনয়ের পাশাপাশি তাঁরা হয়ে উঠেছে বড় বিজনেস টাইকুন। এমনকি চালু করেছেন নিজস্ব বিউটি ব্র্যান্ডও। আর তা শুধুমাত্র দেশ নয়, ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও।

    প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- ‘Anomaly Haircare’ নামে একটি হেয়ার কেয়ার ব্র্যান্ড রয়েছে বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রিয়াঙ্কার এই প্রোডাক্টের চাহিদা রয়েছে।

    ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)- বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ। ত্বকের সঠিক যত্নই হল প্রকৃতপক্ষে সৌন্দর্যের আসল মন্ত্র, এমনটাই মনে করেন ক্যাটরিনা। আর সেই কারণে অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করার পর ২০১৯ সালে নভেম্বরে মুম্বাইতে তার ড্রিম প্রোজেক্ট ‘কে বিউট ব্র্যান্ড’ চালু করেন। প্রাথমিকভাবে এশিয়ান ত্বকের জন্য উপযুক্ত এই কোম্পানির সমস্ত প্রোডাক্ট।

    সানি লিওনি(Sunny Leone)- তাঁর সৌন্দর্য্য আর গ্ল্যামারে মুগ্ধ গোটা দুনিয়া। অভিনয় জগতে পদার্পণ করার পাশাপাশি আবার একটা বিউটি ব্যান্ডের মালিকও। লিপস্টিক, লিপ গ্লস, মাস্কারা, আই লাইনার এবং হাইলাইটার সহ বিভিন্ন মেকাপ জাতীয় পণ্যের কোম্পানি ‘স্টার স্ট্রাক’র প্রতিষ্ঠা সানি লিওনি।

     

    লিসা হেডন (Lisa Haydon)- নিজের উজ্জ্বল ত্বকের রহস্য মানুষের কাছে পৌঁছে দিতেই একটি বিউটি ব্র্যান্ড চালু করেন মডেল এবং অভিনেত্রী লিসা হেডন। লিসার এই ব্রান্ডের নাম ‘ন্যাকেড’।

     

    লারা দত্ত (Lara Dutta)- স্বাস্থ্য সচেতন স্কিনকেয়ার পণ্য নিয়ে লারা দত্তের কোম্পানির নাম ‘আরিয়াস’। প্যারাফিন এবং রাসায়নিক মুক্ত এই প্রোডাক্টসগুলোর মধ্যে ফেস ওয়াশ থেকে শুরু করে সিরাম এবং ক্লিনজার পর্যন্ত, প্রায় ১১ টি পণ্য রয়েছে। অভিনয়ের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও প্রাক্তন মিস ইউনিভার্স।