Skip to content

বাংলা মিডিয়ামের মেয়ে পড়াবে ইংরেজি মিডিয়ামের বিজ্ঞান! নতুন গল্প নিয়ে পর্দা কাঁপাতে আসছে নিখিল-শ্যামা জুটি

    img 20221017 130738

    বেশকিছুদিন পর আবারও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন দর্শকদের অন্যতম পছন্দের জুটি নিখিল-শ্যামা। গুঞ্জন ছিলই, এবার তা সত্যি হতে চলেছে। জি বাংলার পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (Krishnokoli)। এবার এই জুটিকে দেখা যাবে স্টার জলসার পর্দায় ‘বাংলা মিডিয়াম’এ (bangla medium)।

    দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছিল জি বাংলার ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। তবে সেই ধারাবাহিকের সমাপ্তির পর নিখিল-শ্যামা জুটিকে খুবই মিস করছিল দর্শককূল। আর এবার দর্শকদের অনুরোধে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে। তবে এবার আর জি বাংলার ব্যানারে নয়, স্টার জলসার হাত ধরে নতুন অবতারে পর্দা কাঁপাতে হাজির হচ্ছে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)।

    img 20221017 130704

    সম্প্রতি স্টার জলসার পক্ষ থেকে  নীল এবং তিয়াসার নতুন ধারাবাহিকের প্রোমো লঞ্চ করার পর থেকেই দর্শকমহলে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। প্রথমে জানা গিয়েছিল এই নতুন ধারাবাহিকের নাম হতে চলেছে ‘সহজ পাঠ’। তবে পরবর্তীতে জানা যায়, ‘সহজ পাঠ’ নয়, গ্রামের এক একজন শিক্ষিকার ভূমিকায় অভিনীত তিয়াসার আসন্ন ধারাবাহিকের নাম ‘বাংলা মিডিয়াম’।

    ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে, এখানে তিয়াসা একজন গ্রামের মেয়ে, যে কিনা গ্রামের বাংলা মিডিয়াম স্কুলে পড়াশুনা শেষ করে সেখানেই গ্রামের বাচ্চাদের পড়ায়। বাংলা মিডিয়ামে পড়ার কারণে, বিয়ের দিন তাঁর হবু বর নাকি বিয়ে বাতিলও করে দেয়। তবে সে বিষয়ে তিয়াসার কোন ভ্রূক্ষেপ নেই। সে চাকরিকে প্রাধান্য দিয়ে সেদিকেই মনোনিবেশ করেছে।

    অন্যদিকে শহরের সবথেকে বড় ইংরেজি মিডিয়াম স্কুল চালায় গল্পের নায়ক অর্থাৎ নীল এবং তাঁর দিদি। আর তাঁদেরই স্কুলের বিজ্ঞানের শিক্ষকের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এরপর দেখা যায়, গল্পের নায়িকা অর্থাৎ তিয়াসার কাছে বাংলা মিডিয়াম এবং সেই ইংরেজি মিডিয়াম স্কুলের পক্ষ থেকে চাকরীর অ্যাপয়েনমেন্ট লেটার  আসায়, সে ইংরেজি মিডিয়ামের চাকরীকেই বেছে নেয়। সেইসঙ্গে বলে, ‘একদিন দেখবে এই বাংলা মিডিয়ামই বিজ্ঞান পড়াবে ইংরেজি মিডিয়ামে’।