Skip to content

বাঙালির ছেলের হলিউড পাড়ি! ‘পুষ্পা’র ভিডিও এফেক্টের পর বিদেশ থেকে ডাক পেলেন মালদার সাগর

  সম্প্রতি দিনে প্রকাশিত দক্ষিণি সিনেমার মধ্যে অন্যতম একটি হিট ছবি ‘পুষ্পা’ (pushpa)। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সাউথের স্টাইলিশ স্টার আল্লু অর্জুন এবং জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দনাকে। জানা যায়, দর্শকদের পছন্দের এই ছবির সাফল্যের পেছনে রয়েছে এক বাঙালি ছেলের কৃতিত্ব।

  বাঙালি এমন এক জাতি, যারা প্রায় গোটা ভারতেই ছড়িয়ে রয়েছে। প্রায় সব জগতেই বাঙালি ছেলে মেয়েরা নিজেদের অবদান রেখেছে, তা সে নাচ, গান, অভিনয় হোক, কিংবা ক্যামেরার পেছনের কাজ। সবেতেই পারদর্শী বাঙালিরা।

  জানা যায়, জনপ্রিয় দক্ষিণি ছবি ‘পুষ্পা’র (pushpa) সাফল্যের পেছনে রয়েছে মালদার ছেলে সাগর পাসওয়ানের (sagar paswan) হাত। মাত্র ২৩ বছরের এই ছেলে মালদার সানিপার্কে বসেই তৈরি করেছেন পুষ্পার অসাধারণ স্পেশ‍্যাল ভিডিও এফেক্ট। আর তাঁর এই কাজ চোখ বন্ধ করে সুপারহিট হয়েছে।

  জানা যায়, নিম্ন মধ্যবিত্ত পরিবাররে ছেলে সাগর পাসওয়ান (sagar paswan) পুরাতন মালদার গৌড় কলেজ থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়েছেন। তাঁর বাবা পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন। খুব ভালো ভাবে না চললেও, কোনক্রমে তাঁদের দিন কেটে যেত।

  ছোট থেকে অ্যানিমেশনের প্রতি আগ্রহ ছিল সাগর পাসওয়ানের (sagar paswan)। তারপর বাহুবলীর দুর্দান্ত VFX এর কাজ দেখে সিনেমা তৈরির ইচ্ছা জাগে সাগরের মনে। আর সেই ইচ্ছার জোরেই কখনও ইউটিউব, আবার কখনও সিনিয়র বাবাই দার থেকে প্রাথমিক শিক্ষা নেওয়ার পর ভর্তি হন মালদায় এরিনা অ্যানিমেশন ইন্সটিটিউটে। সেখান থেকে কাজ শিখে আজকের দিনে ‘পুষ্পা’র ভিডিও এফেক্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সাগর।

  তবে ‘পুষ্পা’ (pushpa) ছাড়াও বাঙ্গারাজু, ঘানির মতো ছবিতেও স্পেশ‍্যাল ভিডিও এফেক্ট করেছেন সাগর। শুধুমাত্র দক্ষিণি ছবিই নয়, বলিউডের হিরোপন্তি ২, শর্মাজি নমকিন এর মতো ছবিতেও রয়েছে নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন সাগর। আর সেই দক্ষতার জোরেই আজকের দিনে হলিউড থেকেও ডাক পাচ্ছেন তিনি।