খুব শীঘ্রই টিভির পর্দায় আসতে চলেছে বিগ বস সিজন ১৬ (bigg boss 16)। নির্মাতারাও জোরকদমে করে যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই তারকাদের এই শোতে উপস্থিত হওয়ার জন্য নিমন্ত্রণ পত্রও পাঠানো হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার খবর পাওয়া গিয়েছে, এবারের এই বিগ বসের ঘরে নিমন্ত্রণ পাচ্ছেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এমন খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে।
বিতর্কিত শো হলেও, বিগ বস দেখার জন্য উন্মুখ হয়ে থাকে দর্শকরা। প্রিয় তারকাদের এক ছাদের তলায় দেখার এবং তাঁদের জীবনযাত্রা দেখার, সর্বোপরী তাঁদের জীবনের নানা গোপন কথা জানার জন্য আগ্রহী থাকে দর্শকরাও। তাই একদিকে রোহিত শেঠির ‘খতরো কাজ খিলাড়ি’ শেষ হতেই, শুরু হবে সলমন খানের ‘বিগবস সিজন ১৬’ (bigg boss 16)।
ইতিমধ্যেই বিগ বসের এই সিজনে পার্থ সামথান, শাহীর শেখ, পার্ল ভি পুরি, সুধাংশু পান্ডে, গৌরব খান্না, মোহেনা কুমারী সিং, শরদ মালহোত্রা, জেনিফার উইঙ্গেট এবং নিশা রাওয়ালের মত তারকাদের টিভির পর্দায় দেখতে পাওয়ার খবর পাওয়া গিয়েছে। আর এবারে শোনা গেল বঙ্গ তনয়া ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty) দেখা যেতে পারে এই বিগ বসের ঘরে। এই খবর শোনা মাত্রই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অভিনেত্রীর ভক্তরা।
সূত্রের খবর, বিগ বসের এই সিজনে অংশ নেওয়ার জন্য অভিনেত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে তিনি যদি এই অফার গ্রহণ করেন, তাহলে বিগ বসের এই সিজনে কিছু একটা চমক ঘটতে পারে, তা নিয়ে কোন সন্দেহ নেই।