সম্প্রতি সময়ে একাধিক নতুন বাংলা সিরিয়াল (serial) আসতে চলেছে। স্টার জলসাতেই আসতে চলেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের ট্রেলার দেখাতেই ট্রোলের মুখে পড়তে হচ্ছে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সিরিয়ালের চিত্রনাট্যকার এবং পরিচালকদেরও। স্যোশাল মিডিয়ায় নেটিজনদের কমেন্ট শুনে এমন মনে হয়, তাঁরা যেন ধারাবাহিকের প্রোমো রিলিজ হওয়ার অপেক্ষাতেই ছিলেন।
কয়েকদিনের মধ্যেই স্টার জলসায় (star jalsa) আসতে চলেছে বেশ কিছু নতুন ধারাবাহিক। আর সেইসকল ধারাবাহিকের ট্রেলারও ইতিমধ্যেই লঞ্চ করে গেছে। আর সেই প্রোমো দেখেই স্যোশাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। সেরকমই স্টার জলসার নতুন ধারাবাহিক ‘নবান-নন্দিনী’র (Nabab Nandini) ট্রেলার রিলিজ করতেই নেটদুনিয়ায় উঠল সমালোচনার ঝড়।
লঞ্চ হওয়া ‘নবান-নন্দিনী’র (Nabab Nandini) এই প্রোমোতে দেখা গিয়েছে, লক্ষীবারে নায়কের বাড়িতে কাজের সূত্রে আগমন হয় নায়িকার। সেখানে এসেই শঙ্খ বাজাতে গিয়ে অভিনেত্রী অনন্যার কাছে বকাও খায় নায়িকা ইন্দ্রানী। এরপর কথোপকথনে জানা যায় অভিনয়ে বদমেজাজী অনন্যার কাজ করার জন্যই এই বাড়িতে এসেছেন ইন্দ্রানী। এরপর রাগের মাথায় অনন্যা পুজোর থালা উলটে দিতেই তা ইন্দ্রানী (Indrani) এবং নায়ক রিজওয়ান (Rezwan Rabbani Sheikh) একসঙ্গে ধরে। আর তা দেখেই বাড়িতে ইন্দ্রানীর মতই বউ কামনা করেন বাড়ির অন্যান্যরা।
‘নবান-নন্দিনী’ (Nabab Nandini) সিরিয়ালের (serial) প্রোমো রিলিজ করতেই শুরু হল ট্রোল। স্যোশাল মিডিয়ায় নেটিজনরা লিখলেন, উপরের দিকে পুজোর থালা ছুঁড়ে ফেলে দিলেও, তা যখন নিচে হাতের উপর পড়ল, সেখানে সমস্ত ফুল ঠিক একই ভাবে সাজানো ছিল। এটা কি করে সম্ভব! কেউ লিখলেন, ‘থালা উলটে গেলেও, সেখান থেকে একটিও ফুল সরল না!’
ধারাবাহিক আসতে না আসতেই ট্রোলের মুখে পড়ল সিরিয়ালের (serial) ট্রেলার। এখনও তো সিরিয়াল শুরুই হয়নি। তাই ধারণা করা যাচ্ছে এই সিরিয়াল শুরু হতে না হতেই কমেন্ট বক্সে উপছে পরা ট্রোলের বন্যা দেখতে পাওয়া যাবে।