শীঘ্রই শক্তিমানকে (Shaktiman) সিনেমার বড় পর্দায় আনতে চলেছেন প্রযোজক মুকেশ খান্না। বহু বছর ধরে টেলিভিশন জগতে আধিপত্য বিস্তার করার পর, এবার ‘শক্তিমান’ থিয়েটারের দিকে ঝুঁকি নিচ্ছে। এই ছবির আকর্ষণীয় চরিত্র হচ্ছে শক্তিমানের চরিত্র। ছবিটি ঘোষণা হওয়ার পর থেকেই চলছে নানা জল্পনা-কল্পনা। কেননা এই আকর্ষণীয় চরিত্র অর্থাৎ শক্তিমানের ভূমিকা কাকে দেখা যাবে।
ছবিটি ঘোষণা হওয়ার পর থেকে ভক্তরা খুব কৌতুহলী। ভক্তরা তাদের পছন্দের অভিনেতাকে এই শক্তিমান চরিত্রে দেখতে চাইছে। কেউ কেউ বিশ্বাস করেন এই শক্তিমান চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত অভিনেতা হৃত্বিক রোশন। আবার কেউ কেউ মনে করেন গঙ্গাধরের ভূমিকায় অভিনয় করবেন আল্লু অর্জুন ও রণবীর সিং। তবে এই বিষয় নিয়ে ছবির নির্মাতারা এখন কোনো তথ্য প্রকাশ করেনি।
নির্মাতারা অভিনবদের নিয়ে কোনো তথ্য সামনে না আনলেও, ছবিটির বাজেট নিয়ে একটি বড় তথ্য সামনে এনেছে। খবর সামনে এসেছে এই ছবিটির বাজেট দক্ষিনী অন্যতম সাফল্য সিনেমা ‘বাহুবলি-2’ (Bahubali-2) কে টেক্কা দেবে। সম্প্রতি, প্রযোজক মুকেশ খান্না তার আসন্ন ছবি নিয়ে বলেছেন, ছবির বাজেট বাহুবলি-2 এর থেকে বেশি হতে চলেছে।
জানিয়ে রাখি, বাহুবলি-2 ছবির বাজেট দক্ষিণী ছবিগুলোর সর্বোচ্চ বাজেটের মধ্যে একটি। যেখানে বাহুবলী-2 ছবির বাজেট ছিল 250 কোটি টাকা। সেখানে ‘শক্তিমান’ ছবির বাজেট 300 কোটি টাকারও বেশি হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার আগেই বাজেটের দিক দিয়ে ‘বাহুবলি-2’ কে হাইভোল্টেজ ঝটকা দিতে চলেছে। এখন এটাই দেখার ছবিটি বক্স-অফিসে কেমন প্রভাব ফেলে।