Skip to content

অভিনেতা হওয়ার আগে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন মোহনলাল, রইল সাউথের স্টারের জীবনী

    দিনে দিনে বাড়ছে দক্ষিণি সিনেমার জনপ্রিয়তা। বর্তমান সময়ের দর্শক বাংলা, হিন্দি অপেক্ষা দক্ষিণি সিনেমার প্রতি বেশি আকর্ষিত হচ্ছে। পরবর্তী আসন্ন দক্ষিণি সিনেমা থেকে শুরু করে, সাউথের অভিনেতা অভিনেত্রীদের জীবনযাত্রা- সবকিছু জানতেই আগ্রহী হয়ে উঠেছে। দক্ষিণি সিনেমার অভিনেতাদের স্টাইল থেকে শুরু সিনেমার সংলাপ- সবকিছুই এখনকার দিনের দর্শকদের প্রিয় হয়ে উঠেছে।

    এই মুহূর্তে সাউথের বড় বড় অভিনেতাদের মধ্যে মোহনলাল (Mohanlal) অন্যতম। নিজের অসাধারণ অভিনয়ের জন্য দর্শকদের মনে একটা জায়গা করে নিয়েছেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রির বিগ বি অমিতাভ বচ্চনের মতই দক্ষিণে জনপ্রিয় হলেন অভিনেতা মোহনলাল বিশ্বনাথন নায়ার (Mohanlal Viswanathan)

    চলচ্চিত্র জীবনে একাধিক চলচ্চিত্র উপহার দেওয়ার পাশাপাশি আবার একজন গায়ক এবং প্রযোজক হিসাবেও সুখ্যাতি অর্জন করেছেন এই দক্ষিণি অভিনেতা। বীরিঞ্জা পুক্কাল চলচ্চিত্রের হাত ধরে ১৯৮০ সালে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। এরপর দিতে থাকেন একের পর এক হিট ছবি।

    রিপোর্ট বলছে, সিনেমা জগতে আসার পূর্বে একজন দুর্দান্ত কুস্তিগীর ছিলেন মোহনলাল (Mohanlal)। ১৯৭৭-৭৮ সালের মধ্যে কেরালা রাজ্য রেসলার চ্যাম্পিয়নশিপ ট্রফিও জিতেছিলেন তিনি। এরপর দক্ষিণি সিনেমা জগতে প্রবশ করে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।

    জান গিয়েছে, মোহনলালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা। বিলাসবহুল গাড়ির পাশাপাশি উটিতে একটি বাড়িও রয়েছে তাঁর। এছাড়াও বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফাতেও তাঁর একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানা যায়। সম্প্রতি এই অভিনেতার ৬২ তম জন্মদিন পালিত হল। যেখানে তাঁর ফ্যানরা ধুমধাম করে সুপারস্টারের জন্মদিনও পালন করেছেন।