বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা (anushka sharma) এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (virat kohli) তাঁদের মেয়ে ভামিকাকে নিয়ে বর্তমান সময়ে চুটিয়ে সংসার করছেন। নিজের ব্যাটিং দিয়ে শুধুমাত্র ভারতই নয়, বিদেশের মাটিতেও ঝড় তুলেছেন বিরাট কোহলি। অন্যদিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন কেড়ে নিয়েছেন অনুষ্কা শর্মা (anushka sharma)।
সেলিব্রিটিরা তাঁদের ব্যক্তিগত জীবন খুব একটা লুকিয়ে রাখেন না। সর্বদাই তারা তাঁদের জীবন সম্পর্কে আপডেট দিতে থাকেন স্যোশাল মিডিয়ায়। সেরকমই জানা যায়, অনুষ্কাকে বিয়ে করার পূর্বে অন্য সম্পর্কেও জড়িয়েছিলেন বিরাট কোহলি।
রিপোর্ট বলছে, মডেল অভিনেত্রী ইসাবেল লেইটির (Isabel) প্রেমেও পড়েছিলেন ক্রিকেটার বিরাট কোহলি (virat kohli)। ইসাবেল (Isabel) এবং বিরাট নিজেদের সম্পর্ক নিয়ে এতোটাই সিরিয়াস ছিলেন যে কারণে ইসাবেল (Isabel) ভারতে এসে চলচ্চিত্রের কাজ শুরু করেছিলেন। তাঁদের দুজনের মধ্যেকার সম্পর্ক খুব ভালো চললেও, ধীরে ধীরে তাঁদের মধ্যে ফাটল দেখা দিতে শুরু করে।
এরপর বিরাটের জীবনে আসেন অনুষ্কা শর্মা (anushka sharma)। তারপর তারা একে অপরের সঙ্গে বহুবছর ডেটিং করার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমান সময়ে তাঁদের একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে।
রিপোর্ট বলছে, অল্প বয়সেই কয়েক কোটি টাকার সম্পত্তির মালিকও হয়ে গিয়েছেন অনুষ্কা। রিপোর্ট বলছে, ২০১৯ সাল পর্যন্ত ৯০০ কোটি টাকার মালিক ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি (virat kohli)। অন্যদিকে অনুষ্কার সম্পত্তির পরিমাণ জানা গিয়েছে ৩০০ কোটি টাকা।
এছাড়া ৮০ কোটি টাকা দামের হরিয়ানার গুরুগ্রামে বিলাসবহুল বাড়ি রয়েছে অনুষ্কার। অন্যদিকে এক একটি সিনেমার জন্য প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা করে পারিশ্রমিক নেন অনুষ্কা। সেইসঙ্গে বেশকিছু বিজ্ঞাপনে অভিনয় করেও লক্ষ লক্ষ টাকা আয় করেন অনুষ্কা শর্মা। হিসেব বলছে, অনুষ্কা এবং বিরাটের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা।