এই বিশ্ব ঐতিহ্য ভরা। যার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের অবাক করে তোলে। আকাশের রামধনু আমরা সকলেই বারংবার লক্ষ্য করে থাকি, যেখানে 7 টি রঙের ফুটে ওঠা সুন্দর দৃশ্য আমাদের মুহুর্তের জন্য মন ভরিয়ে দেয়। আকাশে 7 টি রং এটি খুব সাধারণ ব্যাপার। তবে রামধনু শুধু আকাশেই নয় মাটির সাথেও মিশে থাকা এক রামধনু নদী দেখা যায়। আজকের প্রতিবেদন আমরা আপনাকে একাধিক ভিন্ন রঙের স্রোত যুক্ত নদীর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি।
হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আমেরিকা মহাদেশের কলম্বিয়া দেশে এমন একটি নদী রয়েছে যেখানে 5 রঙের জলের স্রোত দেখা যায়। সাধারণত আমরা যে সব যদি লক্ষ্য করে থাকি সেই সব নদীর জলের রং সাদা অথবা হালকা নীল হয়ে থাকে। যদি নদীর জল খুব নোংরা হয় তাহলে জলের রং একটু কালচে ভাব দেখা যায়। কিন্তু কলম্বিয়ার এই নদীটি সেই সব কিছুই না এই নদীর জলের রং পুরোপুরি ভিন্ন 5 কালারের। যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ও দেখতে খুব মনোরোম লাগে। স্প্যানিশ হরফে এই নদীর নাম ‘ক্যানো ক্রিস্টাল’ (cano cristales), যার ইংরেজিতে ‘ক্রিস্টাল চ্যানেল’।
• নদীটি বিশেষত্ব
জানিয়ে রাখি, এই বিশেষত্ব নদীটির বছরের অধিকাংশ সময়ই সাধারণ নদীর মতোই জল দেখতে পাওয়া যায়। কিন্তু বছরের কোন না কোন ঋতুতে হঠাৎ করেই নদীর স্রোতের রং পরিবর্তন করতে দেখা যায়। সেই সময় রং বদলানো নদীর জল দেখে মনে হয় স্বর্গে চলে এসেছি বা কোন রামধনু নদীতে এসে পৌঁছেছি।
Los colores del arco iris son los mismos que alberga #CañoCristales de nuestra amada Colombia. 🇱🇹🇱🇹🌈🌈🌈🌈 https://t.co/h2AawuOaVM
— Ariana (@ArianaAladin) August 31, 2020
• এই রং পরিবর্তনের পিছনে কারণ
উক্ত নদীটির জলের রং ভিন্ন দেখার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। ওই এলাকার আদ্র ও শুষ্ক জলবায়ুতে নদীর তলদেশে এক অদ্ভুত গাছ ‘ম্যাকারীনা ক্লাভিগেরা’ উজ্জ্বল লাল হতে শুরু করে। একই সাথে বাকি রং গুলো আকার নেই নীল, হলুদ, কমলা ও সবুজ। বিশেষ করে বর্ষাকালে নদীর জল এত গভীর ও দ্রুত প্রভাবিত হয়। যার কারণে সূর্যের আলো নদীর তলদেশে অর্থাৎ ওই গাছে পৌছাতে পারেনা না যা গাছটিকে লাল হতে সাহায্য করে। এরপর শুষ্ক মৌসুমে নদীর জল যখন কমে যায় ও যখন শান্ত থাকে তখন গাছগুলিতে হালকা সূর্যের আলো পৌঁছায় এবং গাছগুলি জীবন পেতে থাকে। সেই সময় ওই অদ্ভূত গাছপালা নদীর বিভিন্ন কালারের স্রোত এনে দেয়। যা দেখলে মনে হয় যেন রামধনু নদী।