ট্রেন (train) এবং প্ল্যাটফর্ম (railway station) থেকে খাবার (food) কেনার বিষয়ে চালু হল এক নতুন নিয়ম। আপনি যদি ট্রেন এবং প্ল্যাটফর্ম থেকে কোন রকম খাবার কিনে থাকেন, তাহলে এবার থেকে সেই খাবারের দামের সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ GST। তবে এই নিয়ম রেলওয়ের লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতা এবং লাইসেন্সবিহীন বিক্রেতা, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ রেলের সীমার মধ্যে খাবার কিনলেই, গ্রাহককে খাবারের দামের ৫ শতাংশ GST দিতে হবে।
এই নতুন নিয়ম চালু করেছে দিল্লি আপিল অথরিটি ফর অ্যাডভান্স রুলিংস (AAAR)। তবে খাবারের ক্ষেত্রে এই নয়ম জারি করা হলেও, সংবাদপত্রের ক্ষেত্রে এমন নিয়ম থাকছে না। অর্থাৎ, রেলের সীমার মধ্যে সংবাদপত্র কিনলে, তার জন্য GST দিতে হবে না।
জানিয়ে রাখি, পূর্বে অ্যাডভান্স রুলিং অথরিটি (এএআর) বলেছিল, পৃথক পৃথক আইটেমের উপর তাদের প্রযোজ্য হারে জিএসটি আরোপ করা হবে। সেক্ষেত্রে তখন স্টেশনের (railway station) রেস্তোরাঁর খাবার সেখানে বসে খাওয়ার পর ৫ শতাংশ GST দিতে হত। কিন্তু সেই খাবার (food) ডেলিভারি করতে বললে, সেক্ষেত্রে নেওয়া হত ১৮ শতাংশ GST।
এই বিষয়ের বিরুদ্ধে দীপক অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে আপিল করা হয়েছিল। এরপর বিভিন্ন রকম সিদ্ধান্তের আলোচনা পর্যালোচনা করার পর এই নতুন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এবার থেকে রেল স্টেশন (railway station) বা ট্রেনের (train) যে কোন খাবার (food) কেনার ক্ষেত্রে যাত্রীদের ৫ শতাংশ GST দিতে হবে।