Skip to content

গ্রাজুয়েট চায়ওয়ালির পর এবার বিবিএ ম্যাগীওয়ালা, চাকরী ছেড়ে খুলেছেন এই দোকান

    এমবিএ চায়ওয়ালা, চপওয়ালার পর এবার দেখা মিলল বিবিএ ম্যাগিওয়ালার (BBA maggiwala)। রাজধানী পাটনার রাস্তায় দেখা গেল এই ম্যাগিওয়ালাকে। কিছুদিন আগেই গ্রাজুয়েট চায়ওয়ালি চা বিক্রির জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। আর এবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন বিবিএ ম্যাগীওয়ালা (BBA maggiwala)।

    চাকরী ছেড়ে দিয়ে ম্যাগীর দোকান দিয়েছেন এই বিবিএ ম্যাগীওয়ালা। ৭ বছর চাকরী করার পর, সেই চাকরী ছেড়ে দিয়ে ম্যাগীর দোকান খোলাটাই সঠিক বলে মনে করেন রিশু। তামিলনাড়ুর নামী কলেজ থেকে এমবিএ পাশ করেছিলেন তিনি।

    পাশ করার পর ৭০০০ টাকার করছিলেন। কিন্তু সেই চাকরী ছেড়ে দিয়ে ব্যবসা করার পরিকল্পনা করেন রিশু। আর শুরু করেন ম্যাগীর ব্যবসা। তার দোকানের নাম দিয়েছেন বিবিএ ম্যাগীওয়ালা। দোকানে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবিও রেখেছেন রিশু।

    জানিয়ে রাখি, গ্রাজুয়েট চায়ওয়ালির দোকানের ঠিক সামনেই অর্থাৎ রাজধানী পাটনার এসকেপুরি পার্কের সামনে ম্যাগীর দোকান দিয়েছেন বিবিএ ম্যাগীওয়ালা। রমরমিয়ে চলছেও তার ব্যবসা। বর্তমান সময়ে এরকম অনেকে ক্ষেত্রেই দেখা যাছে, পড়াশুনা করে চাকরী না পেয়ে অনেকেই এমন ধরনের ব্যবসার দিকে ঝুঁকছেন।