Skip to content

বন্দে ভারতে বাঁশি বাজিয়ে সুর তুললেন ‘বন্দে মাতরম’র! ভাইরাল যুবকের অসাধারণ প্রতিভার ভিডিও

    img 20221115 180046

    ‘বন্দে ভারত এক্সপ্রেসে’র (Bande bharat express) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী “নরেন্দ্র মোদি”। ১১ই নভেম্বর, গত শুক্রবার চেন্নাইতে উদ্বোধনের পরেই সেই ট্রেনে বাঁশিতে বেজে উঠলো ‘বন্দে মাতরম’ সুর। দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার সুরের এই ভিডিও নেটপাড়ায় বেশ ভাইরাল হচ্ছে। দক্ষিণ ভারতে এই ধরনের ট্রেন প্রথম। একইভাবে, বন্দে ভারত ট্রেনগুলি অতীতে চালানো হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছে।

    img 20221115 180101

    এদিকে, বন্দে ভারত ট্রেনে এক ছাত্রের পারফর্ম করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাঁশি থেকে বন্দে মাতরমের সুর তুলেছেন এই ছাত্র। এই ভিডিওটি রেলওয়ের আধিকারিক অনন্ত রূপাংগুড়ি টুইটারে শেয়ার করেছেন এবং এটি সোশ্যাল মাধ্যমে বেশ পছন্দ করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর এক কিশোর ‘আপমেয়া শেশাদ্রি’ বাঁশি বাজাচ্ছে।

    ভিডিওতে তার চারপাশে বেশ কয়েকজন যাত্রীকেও বসে থাকতে দেখা যাচ্ছে। কিছু যাত্রীকে সদ্য উদ্বোধন করা ট্রেনে বসে থাকতে দেখা যায়, অন্যরা তরুণ শিল্পীর পিছনে দাঁড়িয়ে আছে। ৪৭-সেকেন্ডের ক্লিপটির ক্যাপশন দেওয়া হয়েছে, “অপ্রমেয়া শেশাদ্রি, ব্যাঙ্গালোরের ১২ শ্রেনীর ছাত্র, বাঁশিতে অপূর্ব বন্দে মাতরম বাজায়। #IndianRailways #VandeBharatTrain #VandeBharat”।

    শেয়ার করার পর থেকে, ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ৫,৮০০ টিরও বেশি ভিউ এবং ৪০০ লাইক পেয়েছে৷ একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আশ্চর্যজনক!! # বন্দেভারত”। আবার কিছু ব্যবহারকারী লিখেছেন ‘দুর্দান্ত তরুণ প্রতিভা’। ‘বন্দে ভারত’ ট্রেনটির প্রশংসা করেছেন অনেকেই। এক ব্যাক্তি লিখেছেন, ‘বন্দে ভারত উদ্যোগ বেশ ভাল লেগেছে। তবে ট্রেনটি দেখতেই ভাল। আসনগুলি আরামদায়ক নয়’।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading