Skip to content

অল্প পুঁজিতে আজই শুরু করুন এই ব্যবসা, মাস গেলে আয় হবে মোটা টাকা- জানুন বিশদে

    img 20220807 001740

    বর্তমানে তরুণ প্রজন্ম নিজ নিজ ব্যাবসার দিকে ঝুকিপূর্ন। সকলেই চায় নিজস্ব ব্যবসা দাঁড় করিয়ে বেশি পরিমান টাকা উপার্জন করতে। এমন পরিস্থিতিতে ব্যাবসার কথা আসলেই সবার প্রথমে চলে আসে ৩টি গুরত্বপূর্ণ বিষয়। ১.ব্যাবসার জন্য ভালো জায়গা (Good place) ২.প্রচুর অর্থ (Big money) ৩.রিস্ক (Risk)। কিন্তু আজ আমরা আপনাকে এমন এক ব্যাবসার কথা বলতে যাচ্ছি, যার জন্য আপনার জায়গা না থাকলেও হবে অর্থাৎ আপনি বাড়ি থেকেই করতে পারেন। আবার এই ব্যবসা শুরু করতে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে না এবং এই ব্যাবসায় কোনো রিস্ক নেই, কারণ বাজারে এর চাহিদা প্রচুর।

    Banana powder

    ব্যবসা তো সকলেই করতে চায়, কিন্তু সময়ের সাপেক্ষে কোন ব্যবসা শুরু করা যায় তা বুঝে ওঠা কঠিন। তবে আজ আমরা আপনাকে এই ব্যাবসার সম্পর্কে বলতে যাচ্ছি, যেখান থেকে আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন।

     

    হ্যাঁ, আমরা আপনাকে কলার পাউডারের ব্যবসার (Banana পাউডার business) কথা বলতে যাচ্ছি। এই ব্যাবসায় আপনি অল্প টাকা বিনিয়োগ করেই প্রচুর আয় করতে পারেন। আপনি চাইলেই প্রতিদিন এই ব্যবসা থেকে ২০০০-৩০০০ টাকা আয় করতে পারবেন। অর্থাৎ আপনার প্রতিমাসে ৬০,০০০ টাকার আয় হয়ে যাবে। এর জন্য প্রধান কাঁচামাল হিসাবে লাগবে কলা। এই ব্যাবসার বিশেষ বৈশিষ্ট হলো বাড়ির মহিলারাও আপনাকে কাজে সাহায্য করতে পারবে।

    Banana powder

    আমরা আপনাকে বলি, কলার গুঁড়ো (Banana powder) তৈরী করার জন্য বেশ কিছু কাঁচামাল লাগবে, যেগুলি খুব সহজেই অল্প বিনিয়োগে বাজার থেকে পাওয়া যাবে। তার মধ্যে প্রধান কাঁচামাল অর্থাৎ যেটা ছাড়া পাউডার বানানো সম্ভব নয়, তা হলো কলা। আপনি নিশ্চই ভাবছেন ‘কলার আবার পাউডার’, তা বানানো হয় কিভাবে? প্রাথমিক ভাবে আমরা আপনাকে বলি, কলাকে চিপসের মতো ছোট ছোট করে পিস করতে হবে তার সেটাকে ভালো করে শুকিয়ে আরও অন্যান্য কাঁচামালের সাথে মিক্স করে বানাতে হবে। তবে এর জন্য আপনি অবশ্যই প্রশিক্ষণ নিতে পারেন।

     

    বর্তমানে বাজারে কলার পাউডারের চাহিদা প্রচুর। স্বাস্থ্যের ক্ষেত্রে কলার পাউডার খুব উপকারী, চিকিৎসকবিদরাও তা পরামর্শ দিয়ে থাকেন। তাই বিক্রি নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি বাড়িতে বসে বা অনলাইন যেকোনো উপায়ে বিক্রি করতে পারেন।