Skip to content

স্টেজে উঠেছিল নাচ করতে, প্রজাপতির পোশাক পড়ে পেছনেই ঘুমিয়ে পড়ল খুদে! রইল ভাইরাল ভিডিও

    স্যোশাল মিডিয়া মানেই অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে সবসময়ই নানা ধরনের ভিডিও শেয়ার হতে থাকে। শুধু তাই নয়, অনেক সময় মুহূর্তেই ভালো ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায়। আর সেই ভাইরাল ভিডিও (viral video) দেখে অবসরের আনন্দ উপভোগ করেন মানুষজন।

    তেমনই বর্তমান দিনে নেটদুনিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ভিডিওর অপ্রান্তে থাকা মানুষটিকে অনেক আদর আর ভালোবাসা ছুঁড়ে দিলেন নেটিজনরা। আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল।

    @nowthisnews নামের একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চাদের নাচের অনুষ্ঠান চলছে। যেখানে গোলাপি রঙের প্রজাপতির মত ড্রেস পড়েছে একঝাক বাচ্চারা। স্টেজে উঠে গানের তালে তালে সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করছে।

    সবই ঠিক ছিল, কিন্তু এই নাচের মধ্যেই সকলের চোখ গেল স্টেজের একটু পেছনের দিকে। দেখা যায়, বাকি বাচ্চারা নাচ শুরু করেলও, একটি বাচ্চা নাচের পোশাক পড়ে স্টেজে উঠলেও, নৃত্য পরিবেশন সে আর করতে পারেনি। নিদ্রাদেবীকে স্মরণ করে স্টেজেই ঘুমিয়ে পড়ল সে।

    অর্থাৎ, স্টেজে ওঠার আগে পর্যন্ত বাচ্চাটি অনেক কষ্টে নিজের ঘুমকে আটকে রেখেছিল। কিন্তু স্টেজে উঠে বাকিরা নৃত্য পরিবেশন করলেও, সে আর নিজেকে আটকাতে পারেনি। অনুষ্ঠানচলাকালীন ঘুম পেতেই, ছোট্ট ফুলের মত বছর ৩-র শিশুটি স্টেজেই সবার পেছনে ঘুমিয়ে পড়ে।

    শিশুটি স্টেজে ঘুমিয়ে পড়লেও, তাঁর ঘুম ভাঙ্গানোর চেষ্টা আর কেউ করেনি। এমনকি স্টেজে চলা গানের গাওয়াজও তাঁকে বিরক্ত করতে পারেনি। নেটদুনিয়ায় এক ভিডিও শেয়ার হতেই। তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে সেই শিশুটিকে অনেক আদর আর ভালোবাসা জানিয়েছে নেটদুনিয়ার বাসিন্দারা। জনা গিয়েছে, এই ভিডিও China এর Chongqing এর একটি স্কুলের অনুষ্ঠানের।

    আর এই অভিনব এবং সুন্দর ভিডিওটি দেখা মাত্রই মনে ধরে যায় নেটিজনদের। আর একবার যদি কোন ভিডিও স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের ভালো লেগে যায়, তাহলে তা মুহুর্তেই সেই ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায়।