সম্প্রতি সময়ে সব চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টেক্কা দিয়ে একচেটিয়া রাজত্ব করছে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি (South Film Industry)। বর্তমান সময়ের দর্শকরাও দক্ষিণি সিনেমার প্রতি একটু বেশি আগ্রহী হয়ে পড়ছেন। যার কারণে দক্ষিণি তারকাদের সম্পর্কে দর্শকদের জানার কৌতুহলও অনেক বেড়েছে। দক্ষিণী এমন কিছু অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন যারা গোটা দেশে জনপ্রিয়তার নারীকে অনেকদূর পৌঁছে গেছেন। তেমনই একজন দক্ষিণি তারকা অনুস্কা শেট্টি (Anushka Shetty)। যার বিষয়েও জানার ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় দর্শকদের মধ্যে।
জানিয়ে রাখি, বলিউডে কোনদিন পা রাখেননি দক্ষিণি অভিনেত্রী অনুস্কা শেট্টি। এমনকি বলিউডে অভিনয় করতে চান বলেই জানা গিয়েছে। তা সত্ত্বেও তার অভিনীত একটি চলচ্চিত্র, তাকে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলেছে। সেই চলচ্চিত্রটি হল ‘বাহুবলি’। ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বাহুবলী’তে (bahubali) দেবসেনা চরিত্রে অভিনয় করে দর্শকমহল থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
এই চলচ্চিত্রে অভিনয়ের পর গোটা বিশ্বে তার যে পরিচিতি তৈরি হয়েছে, তা মুছে ফেলা খুবই মুশকিল। ভক্তদের হৃদয়ে আজও দেবসেনা রূপেই রাজত্ব করছেন অভিনেত্রী অনুস্কা। তবে সম্প্রতি দিনে অনুস্কা শেট্টির ভাইরাল হওয়া এক ছবি দেখে কিছুটা হতবাক হয়ে যান তার অনুরাগীরা। অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রীর সেই আগের চেহারা। হয়ে গিয়েছেন বেশ মোটাও। সাদা সালোয়ারে কানে ঝুমকা দুল এবং খোলা চুলে, এক অন্যরূপেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই আসতে থাকে প্রতিক্রিয়ার ঝড়। একজন ভক্ত লিখেছেন, ‘আপনার ওজন কমানো উচিত’। তেমনই অন্যদিকে এক ফ্যান লিখেছেন, ‘আজকের এই ছবিতেও অনুস্কাকে বেশ কিউট লাগছে’। উল্লেখ্য বাহুবলি, বাহুবলি ২, সাইজ জিরো, অরুন্ধুতি, সিংঘম, সিংঘম ২, সিংঘম ৩, ভাগমতি, মিরচি, সহ একাধিক দক্ষিণি চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অনুস্কা শেট্টিকে।