Skip to content

খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস, দেখুন পাত্রীর পরিচয়

  img 20220617 121817

  দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা প্রভাস (Prabhas) খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই তেলেগু সুপারস্টার তার ক্যারিয়ারে অনেক ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তবে এটা বললে ভুল হবে না ‘বাহুবলী’ সিনেমার আগে এই দক্ষিণী সুপারস্টারকে খুব কম লোকই জানতো। ‘বাহুবলী’ চলচ্চিত্রে তার অভিনয় সারাদেশে একটা আলাদা পরিচয় এনে দিয়েছে। এই সুপারস্টারের ফ্যান ফলোইং এতটাই অসাধারণ, এমনকি অনেক ব্যাচেলার মেয়ে তার জন্য পাগল। কিন্তু অবাক করার বিষয় হলো সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপারস্টার এখনো সিঙ্গেল জীবন উপভোগ করছেন। এরই মাঝে তার পরিবার বিয়ের ব্যাপারে বড় তথ্য সামনে এনেছে। আসুন জানা যাক!

   

  হ্যাঁ বন্ধুরা, 42 বছর বয়সী এই সুপারস্টারের বিয়ের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। সম্প্রতি, তার কাকা তথা অভিনেতা কৃষ্ণম রাজু প্রভাসের বিয়ের বিষয় নিয়ে তথ্য সামনে এনেছে। আসলে এক সাক্ষাৎকারে কাকা কৃষ্ণম রাজু বলেছেন, প্রভাস এই বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তিনি বলেন, প্রভাসের জন্য পাত্রী দেখা হয়ে গেছে। যা খুব শীঘ্রই সকলের সামনে প্রকাশ হতে চলেছে।

  img 20220617 134647

  প্রবাসের বিয়ের খবর অনেকদিন ধরেই আলোচনায় ছিল। এর আগে ‘বাহুবলি খ্যাত’ প্রভাস ও অনুষ্কা শেট্টির বন্ডিং ইন্ডাস্ট্রিতে ছিল প্রচুর আলোচনায়। এমনকি, একসময় সোশ্যাল মিডিয়াতেও ছিল এই দুজনের বন্ডিং আলোচনার তুঙ্গে। যদিও তারা দুজনেই দৃঢ়ভাবে সম্পর্কে থাকার কথা কখনোই প্রকাশ করেনি। সর্বদা তারা একে অপরের ভালো বন্ধু অভিহিত করেছেন। এদিকে অভিনেত্রী আনুশকা শেট্টিও এখন সিঙ্গেল জীবন উপভোগ করছেন।

   

  সম্প্রতি কিছুদিন আগে ‘রাধেশ্যাম’ ছবির প্রমোশনাল এক ইন্টারভিউয়ে প্রভাসকে তার প্রেম জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রেম ও রোম্যান্স সম্পর্কে ভবিষ্যদ্বাণী আমার সবসময় ভুল হয়েছে, আমি এখনো সিঙ্গেল এটাই তার মূল কারণ”। তিনি বর্তমানে তার আসন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তার আগের দুটো ছবি ‘সাহ’ ও ‘রাধেশ্যাম’ বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। যার কারণে তিনি বক্স-অফিসে আধিপত্য পুনরুদ্ধার করতে প্রস্তুত। তিনি বর্তমানে ‘সালার’ ও ‘আদি পুরুষ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত।