Skip to content

চিকিৎসকদের ছোট্ট ভুলে বদলে গিয়েছে আয়েশা টাকিয়ার জীবন, বেহাল দশা অভিনেত্রীর

    img 20220713 142037

    বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী হলেন আয়েশা টাকিয়া (Ayesha Takia)। এই অভিনেত্রীকে ‘ওয়ান্টেড’ ছবিতে সলমন খানের (salman khan) বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এই অভিনেত্রীকে দেখে আর চেনার উপায় নেই। সুদর্শন মুখ ও সুন্দর হাসির এই অভিনেত্রীর চেহার পুরোপুরী বদলে গিয়েছে। মেকআপ নয়, চিকিৎসকদের সামান্য ভুলের জন্য ফোলা ঠোঁট, ফোলা গাল এবং চওড়া চোখ হয়ে গিয়েছে তাঁর।

    ২০০৪ সালে ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন অভিনেত্রী আয়েশা টাকিয়া (Ayesha Takia)। এরপর বেশ কিছু ছবিতে কাজ করলেও, ‘ওয়ান্টেড’ ছবিতে সলমন খানের (salman khan) বিপরীতে অভিনয় করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ফ্যানদের কাছেও তিনি পরিচিতি পেয়েছেন ‘ওয়ান্টেড’র নায়িকা হিসাবে।

    img 20220713 141705

    ব্যক্তিগত জীবন বলতে, অভিনেত্রী আয়েশা টাকিয়া ১৯৮৬ সালের ১০ ই এপ্রিল বোম্বেতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন গুজরাটি হিন্দু এবং মা ছিলেন একজন কাশ্মীরি মুসলিম। আয়েশার আবার একটি ছোট বোনও আছে। নাতাশা, আয়েশা এবং তাঁদের বাবা মা মিলে একসঙ্গে বেশ ভালো ভাবেই ছিলেন। এরপর ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখেন আয়েশা। তারপর থেকে বদলে যেতে শুরু করে তাঁদের জীবন।

    img 20220713 141646

    স্যোশাল মিডিয়ায় এই অভিনেত্রী বেশ সক্রিয় থাকে। তবে সম্প্রতি সময়ে তাঁর খুব বেশি ছবি দেখাও যাচ্ছে না। কারণ, কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আয়েশা টাকিয়া (Ayesha Takia)। আর সেখানে তাঁর চেহারা দেখে কিছুটা অবাক হয়ে যায় তাঁর ভক্তরা। আমূল বদলে গিয়েছেন সেই আগের আয়েশা। কারণ প্লাস্টিক সার্জারি করতে গিয়ে চিকিৎসকদের সামান্য ভুলের মাসুল দিতে হল অভিনেত্রীকে। যার কারণে ফোলা ঠোঁট, ফোলা গাল এবং চওড়া চোখ হয়ে গিয়েছে তাঁর। যা দেখে বেশ হতাশ হয়েছে অভিনেত্রীর ভক্তরা। তবে চেহারা এমন হওয়ার পর থেকে স্যোশাল মিডিয়ায় আর সেভাবে ছবি আপলোড করতে দেখা যায় না আয়েশা টাকিয়াকে।