Skip to content

সামনেই আসছে ১৫ ই আগস্ট, তার পূর্বেই জেনে নিন পতাকা উত্তোলনের কিছু নিয়ম

    img 20220808 132333

    ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ (india) স্বাধীন হওয়ার পর, ২০২২ সালে ৭৫ বছর পূর্ণ হচ্ছে স্বাধীনতার। আর সেই কারণে এবছর সারাদেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদী কে অমৃত মহোৎসব’। পাশাপাশি কেন্দ্র সরকারও গোটা দেশ জুড়ে শুরু করেছে ‘হর ঘর তিরঙ্গা যোজনা’। সেইসঙ্গে সকল দেশবাসীকে নিজেদের ঘরে পতাকা লাগানোর আবেদনও করেছে।

    তবে এই জাতীয় পতাকা (national flag) উত্তোলনের পূর্বে জেনে নিন, পতাকা উত্তোলনের বিষয়ে ভারতীয় আইনে কি কি বলা রয়েছে।

    img 20220808 132346

    পতাকা ভাঁজ করার সময় এটিকে সেপ্টাম বা অনুভূমিক অবস্থানে রাখুন। এরপর এটিকে এমনভাবে ভাঁজ করতে হবে, যাতে করে গেরুয়া এবং সবুজ স্ট্রিপের মধ্যে একটি সাদা স্ট্রিপ থাকে। সাদা ডোরায় দৃশ্যমান অশোক চক্র থাকতেই হবে এই পতাকায়। তারপর সেটিকে উভয় হাতের তালুতে রেখে নিরাপদ একটি স্থানে রাখতে হবে।

    প্রথমে নির্দিষ্ট কিছু মানুষ শুধুমাত্র সরকারি ভবনে জাতীয় পতাকা (national flag) উত্তোলন করতে পারতেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন করা যেত এই পতাকা। তবে সম্প্রতি এইসব নিয়মের পরিবর্তন করে সকল নাগরিককে এই অধিকার দেওয়া হয়েছে। দিনে এবং রাতেও, কাপড হোক বা প্লাস্টিক, যেকোন রকমের পতাকা দেশে যে কোন নাগরিক উত্তোলন করতে পারবেন।

    img 20220808 132258

    জানিয়ে রাখি, জাতীয় পতাকায় (national flag) উপরে কিছু লেখা না ডিজাইন করাটা বেআইনি বলে গণ্য করা হয়। আবার কোনো বিল্ডিং বা উপাদান ঢেকে তিরঙ্গা ব্যবহারও নিষিদ্ধ বলে ঘোষিত। পতাকা উত্তোলনের সময় খেয়াল রাখতে হবে, পতাকার আঁকার যাতে ৩ঃ২ হয়। আর সেটি যেন কোনভাবেই মাটিতে না পড়ে।