Skip to content

বছর শেষে সেরা অফার দিচ্ছে মহিন্দ্রা, বোলেরো স্টক খালি করতে দিচ্ছে ৪২ হাজার ছাড়!

    img 20221112 211034

    সম্প্রতি মাহিন্দ্রা (mahindra) একটি নতুন গাড়ি লঞ্চ করেছে। এই গাড়ি লঞ্চ করতেই মানুষের এর প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে। মহিন্দ্রার এই নিও বোলেরোকে (new bolero) আবার অনেকে থর বলেও ডেকে থাকেন। পুরানো ব্যালেরোকে স্টক থেকে সরিয়ে দিতে এই নতুন গাড়িকে লঞ্চ করেছে মহিন্দ্রা।

    জানিয়ে রাখি, মহিন্দ্রা (mahindra) কোম্পানি তাঁদের এই গাড়ির বুকিং-এ ৪২০০০ টাকা ছাড় দিয়েছে। এই অফার আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত বুকিংয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের জন্য। বোলেরোর (bolero) পুরানো স্টক সাফ করার জন্য এই ছাড় দিল মহিন্দ্রা।

    img 20221112 211023

    গাড়ি ডেলিভারির জন্য অনলাইনে পোর্টাল খুলেছে মহিন্দ্রা। এই অনলাইন পোর্টালের মাধ্যমে গ্রাহকরা গাড়ি বুকিং করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রদত্ত ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ খুব বেশি দেরীও করতে হবে না গ্রাহকদের।

    তবে এই সুবিধা শুধুমাত্র ক্যাশ পেমেন্টকারো গ্রাহকদের জন্য। তবে যদি কেউ ইন্সটলমেন্টে এই গাড়ি কিনতে আগ্রহী হন, তাহলে ঋণ বিভাগের লোকজন প্রথমে আপনার বাড়িতে গিয়ে কাগজপত্র পরীক্ষা করে সেই কাজ সম্পন্ন করার পর, আপনার গাড়ি ডেলিভারি করা হবে।

    img 20221112 211047

    প্রঙ্গগত, মাহিন্দ্রার (mahindra) বোলেরোর (bolero) পুরানো মডেলটি মাত্র ৬.৪ লক্ষ টাকা শুরু। তবে রাস্তার ট্যাক্স ইত্যাদি সহ বিভিন্ন রাজ্যে এর দাম পড়ছে ৭.৫ থেকে ৮ লক্ষ টাকা। তবে এই ছাড়ের পরিমানের পর এক্স-শোরুমে এই গাড়ির দাম পড়ছে মাত্র ৫.৯৯ লক্ষ টাকা। তবে নিও বোলেরোর (new bolero) দাম শুরু হচ্ছে ৯.৪ লক্ষ টাকা থেকে। তবে এটি হিমাচলের সোলানে মাত্র ১০ লক্ষ টাকায় পাওয়া যাবে।