সাউথের বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। প্রায় সব চলচ্চিত্রেই তাঁকে দেখা যায়। কোন চলচ্চিত্রে ইতিবাচক চরিত্রে, আবার কখনও নেতিবাচক চরিত্র, সবেতেই সাবলীল এই অভিনেতা। গোটা ভারত জুড়েই ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ফ্যানরা।
বেশিরভাগ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও, দর্শকদের মনে একটা বিশেষ স্থান অর্জন করেছেন অভিনেতা প্রাকশ রাজ। বিনোদন দুনিয়ার মত প্রকাশ রাজের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক আলোচনা হয়ে থাকে। সম্পদের দিক থেকে বলতে গেলে, প্রচুর ধনসম্পদ রয়েছে এই দক্ষিণি অভিনেতা।
শুধুমাত্র দক্ষিণি চলচ্চিত্রই নয়, সেইসঙ্গে বেশকিছু হিন্দি চলচ্চিত্রেও দেখা গিয়েছে এই অভিনেতাকে। ভাষা যাই হোক না কেন, নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে, বারবার জিতে নিয়েছেন দর্শকদের মন। চলচ্চিত্রে এই অভিনেতা না থাকলে, সেই চলচ্চিত্রে কেমন যেন অসম্পূর্ণই রয়ে যায়।
সম্প্রতি সময়ে বিয়ের কারণে, আবারও সংবাদ শিরোনামে উঠেছেন এই অভিনেতা। এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা প্রকাশ রাজ। তবে এই বিয়ে ছিল তাঁর দ্বিতীয় স্ত্রী পানি ভার্মার সঙ্গেই। শুধু তাই নয়, এই বিয়ে করেছেন তিনি তাঁর ছেলে করণের কথা রাখতে।
আসল বিষয়টা হল, বাবা মায়ের বিয়ে দেখতে চেয়েছিল ছেলে করণ। সেই কারণে নিজেদের ১১ তম বিবাহবার্ষিকীতে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা প্রকাশ রাজ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী পানি ভার্মা। এই বিয়ের ছবি নিজেই আবার স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সেইসঙ্গে শেয়ার হতেই, মূহুর্তেই তা ভাইরালও হয়ে গিয়েছে।