Skip to content

১৪ বছর বয়সে জিতেছিলেন ১ কোটি টাকা, KBC খ্যাত সেই যুবকই আজ IPS হয়ে করছেন দেশের সেবা

    বিনোদন দুনিয়ার নানারকম অনুষ্ঠানের মধ্যে ‘কৌন বনেগা ক্রোড়পতিতে’ (KBC) অন্যতম জনপ্রিয় একটি শো। যেখানে ইতিমধ্যেই দেশের প্রচুর মানুষ অংশ নিয়েছেন। সেখান থেকে আবার অনেকে জয়ী হয়ে কোটি টাকা নিয়েও ঘরে ফিরেছেন। সেরকমই একজন ছিলেন রবি মোহন সাইনি (Ravi Mohan Saini)।

    রাজস্থানের আলওয়ারের বাসিন্দা এই রবি মোহন সাইনি (Ravi Mohan Saini)। দশম শ্রেণীতে পাঠরত অবস্থায় অংশ নিয়েছিলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি জুনিয়র’ (KBC) শোতে। আর সেখানে জয়ী হয়ে পুরস্কার স্বরূপ পেয়েছিলেন ১ কোটি টাকা। তাঁর বাবা ছিলেন নৌবাহিনীতে কর্মরত।

    অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত নেভাল পাবলিক স্কুল থেকে পড়াশুনা শেষ করে জয়পুরের মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন রবি মোহন সাইনি (Ravi Mohan Saini)। কিন্তু ডাক্তারি পড়া শেষ হলেও, ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল পুলিশ হওয়ার। আর হলেনও তাই।

    নিজের স্বপ্নপূরণ করতে ২০১২ সালে তিনি প্রথমবার ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। এরপর আবারও ২০১৩ সালে বসেন পরীক্ষায়। এইবার আর্থিক পরিষেবা এবং ইন্ডিয়া পোস্টের জন্য নির্বাচিত হলেও, রবির লক্ষ্য ছিল অন্য।

    হাল ছাড়েননি রবি। এরপর ২০১৪ সালে আবারও ইউপিএসসি পরীক্ষা দেন তিনি। আর সেইসময় এমবিবিএস করার পর ইন্টার্নশিপ চলাকালীন সিভিল সার্ভিসে পরীক্ষায় ৪৬১ তম সর্বভারতীয় স্থান নিয়ে উত্তীর্ণ হন রবি। আর তারপর থেকে গুজরাটের পোরবন্দরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন রবি।

    নিজের স্বপ্ন সত্যি করে এক সাক্ষাৎকারে রবি জানান, ‘আমার বাবা ছিলেন নৌবাহিনীতে কর্মরত। আর বাবার থেকেই অনুপ্রাণিত হয়ে আমি পুলিশে যোগ দিই, দেশের সেবা করার জন্য’।