সকলেই চান কাজের ফাঁকে কিছুটা সময় বের করে পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে। আর ট্রেনে (train) করে ভ্রমণে যেতে কে না ভালোবাসে। তবে ট্রেন যদি সঠিক সময়ে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দেয়, তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু কোন সমস্যার কারণে যদি মাঝপথেই ট্রেন থেমে যায় এবং তা বাতিল হয়ে যায়, তাহলে বিপদে পড়তে হয় যাত্রীদের। আর বাস্তবে হলও এমনটা।
শুনে অবাক হচ্ছেন! বাস্তবে ঠিক এমন ঘটনাই ঘটেছে সত্যম গাধভির (Satyam Gadhvi) সঙ্গে। আইআইটি মাদ্রাজ এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সত্যম গাধভি রেল যাত্রায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন। চেন্নাই যাওয়ার পথে ভারী বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় তাঁর ট্রেন। রেললাইনে জল উঠে যাওয়ার কারণে একতা নগর রেলওয়ে স্টেশন থেকে ভাদোদরা স্টেশন পর্যন্ত ট্রেন বাতিল হয়ে যায়। যার ফলে বিপাকে পড়েন সত্যম গাধভি (Satyam Gadhvi)।
এইসময় তাঁর পাশে দাঁড়ায় রেল কর্তৃপক্ষ (Indian Railway)। রেললাইন জলে ডুবে যাওয়ার কারণে ট্রেন না চলতে পারলেও, সত্যমকে তাঁর গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিল রেল কর্তৃপক্ষ। সত্যমের জন্য একটি ক্যব বুক করে দেয় রেল কর্তৃপক্ষ। যাতে করে সে একতা নগর থেকে ভাদোদরা পর্যন্ত অর্থাৎ নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। এই ট্রেনে সত্যম একাই ছিলেন।
पश्चिम रेलवे के चाँदोद – एकता नगर रेल खंड के क्षतिग्रस्त होने के कारण रेल यातायात बंद होने से 20920 एकतानगर- एमजीआर चेन्नई सेंट्रल के एकता नगर – वडोदरा के बीच निरस्त होने के कारण इस ट्रेन के एकतानगर से एकमात्र यात्री को कार से वडोदरा पहुँचाया गया @WesternRly @RailMinIndia pic.twitter.com/6kzLaxCYwu
— DRM Vadodara (@DRMBRCWR) July 13, 2022
রেল কর্তৃপক্ষের (Indian Railway) থেকে সাহায্য পাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ একটি ভিডিও শেয়ার করেন সত্যম গাধভি (Satyam Gadhvi)। সেখানে তিনি বলেন, ‘আমার আজকের যাত্রা সফল করার জন্য একতা নগর এবং ভাদোদরার পুরো রেল বিভাগের কাছে আমি ভিষণই কৃতজ্ঞ। ৯ টা বেজে ১৫ মিনিটে আমার বুক করা ট্রেনটি একতানগর থেকে ছারার কথা থাকলেও, অতিবৃষ্টির কারণে শেষ মুহূর্তে লাইন ডুবে যাওয়ায় তা বাতিল হয়ে যায়। আর এই সময় আমার পাশে দাঁড়ায় একতানগরের রেল কর্মীরা। তাঁরা আমার জন্য একটি ক্যাব বুক করে দেয়। ড্রাইভারও খুব ভালো মানুষ ছিলেন। তিনিও আমাকে পরবর্তী ট্রেন ধরার জন্য অনেক সাহায্য করেছিলেন’।
ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ডিআরএম ভাদোদরা লেখেন, ‘পশ্চিম রেলওয়ের চান্দোদ একতা নগর রেল সেকশনের ক্ষতির কারণে রেল চলাচল বন্ধ হওয়ার কারণে, 20920 একতানগর – এই ট্রেনের একতানগর – এমজিআর চেন্নাই সেন্ট্রালের ভাদোদরা বাতিল হওয়ার কারণে ট্রেনের একমাত্র যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়’।