Skip to content

নোটবন্দির সময় মাথায় আইডিয়া আসার সঙ্গে সঙ্গেই লাগালেন কাজে, আজ দাঁড় করিয়েছেন ৭০০ কোটির কোম্পানি

    বর্তমান দিনে মোবাইল ওয়ালেট এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হওয়ার ফলে বিদ্যুৎ বিল, ফোন রিচার্জ, মুদি এবং অন্যান্য লেনদেন সবই মোবাইলেই করা হচ্ছে। নগদ অর্থের লেনদেন অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। 

    এর মধ্যে জনপ্রিয় একটি অনলাইন পরিষেবা হল PhonePe, যা লক্ষ লক্ষ ভারতীয়দের জীবন বদলে দিয়েছে। জেনে নিন, কিভাবে বাজারকে ঘুরিয়ে দিয়েছে এই PhonePe-এর প্রতিষ্ঠাতা সমীর নিগম (Sameer Nigam)।

    ২০১৫ সালে PhonePe প্রতিষ্ঠা করেছিলেন সমীর নিগম এবং সেটি আজও সমানভাবে চলছে। এই কোম্পানির সিইও হলেন খোদ সমীর নিগম (Sameer Nigam)। একটা সময় ফ্লিপকার্টে ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন তিনি।

    ২০০৯ সালে প্রথম Mime360 কোম্পনি শুরু করেছিলেন সমীর নিগম। গ্রাহকদের সঙ্গে সামগ্রী সরবরাহকারীদের সংযোগ রাখতেন তিনি। তবে সর্বপ্রথম তিনি শপজিলার সার্চ প্রোডাক্ট ডেভেলপমেন্টের পরিচালক ছিলেন। জানিয়ে রাখি, সমীরের তৈরি করা এই কোম্পানি পরবর্তীতে কিনে নেন Flipkart সংস্থা।

    এরপর ২০১৫ সালের ডিসেম্বরে নিজের ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম PhonePe শুরু করেন এবং এই কোম্পানির সিইও হন তিনি। বর্তমানে এই কোম্পানির পরিচালনা পর্ষদে কাজ করেন এবং মার্কেটিং এবং অন্যান্য কৌশলগত পরামর্শ প্রদান করেন সমীর নিগম (Sameer Nigam)।

    জানিয়ে রাখি, সমীর এবং তাঁর দুই বন্ধু রাহুল চারি এবং বুর্জিন ইঞ্জিনিয়ারের সহায়তায় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের উপর ভিত্তি করে একটি অনলাইন পেমেন্ট সফ্টওয়্যার তৈরি করেছিলেন। ২০১৬ সালের আগস্ট মাসে সেই কোম্পানির আবেদন অনলাইনে চলে যাওয়ার পর বর্তমানে ১১ টিরও বেশি ভারতীয় ভাষায় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ এই সফ্টওয়্যার।

    ২০১৬ সালের নভেম্বরে PhonePe খবুই উপকারী একটি মাধ্যম ছিল। নোটবন্দির সময় দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়িয়ে, অনেকে এই অনলাইনেই আর্থিক লেনদেন করেছেন। যার ফলে বর্তমান দিনে এই সমস্ত সফ্টওয়্যার ভীষণই জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে সমীর নিগম ৭০০ কোটির কোম্পনি দাঁড় করিয়েছেন।