Skip to content

‘কভি খুশি কখনো গম’-এ জয়া বচ্চনের কোলে বসে থাকা এই ছোট্ট শাহরুখ আসলে কে? জেনে নিন তাঁর আসল পরিচয়

    img 20230408 125846

    প্রিয় তারকা ছোটবেলায় ঠিক কেমন দেখতে ছিলেন, তা অনেকেরই জানার ইচ্ছা থাকে। আবার দেখা যায় মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় অনেক সেলিব্রিটিদের ছোটবেলার ভিডিও কিংবা ছবি ভাইরাল (viral photo) হতে দেখা যায়। আর সেই ছবিতে থাকা বাচ্চাটি কে, তা জানার জন্য আগ্রহী হয়ে ওঠে নেটিজনরা।

    সম্প্রতি দিনে নেটদুনিয়ায় শেয়ার হওয়া একটি ছবি দেখে ব্যস্ত হয়ে পড়েছে নেটদুনিয়ার বাসিন্দারা। তাঁদের মূল লক্ষ্য হয়ে উঠেছে, ছবিতে থাকা বাচ্চাটি বাস্তবে কোন অভিনেতা কিংবা অভিনেত্রী হয়েছেন, তা জানার জন্য।

    আসুন প্রথমেই দেখে নেওয়া যাক, সেই ভাইরাল হওয়া ছবিটি-

    img 20230408 125824

    ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে বলি অভিনেত্রী জয়া বচ্চনের কোলে বসে রয়েছে একটি ছোট্ট শিশু। এই বাচ্চাটিকে বলিউডের কিং খান শাহরুখ খানের ছোটবেলার চরিত্রে অনেক চলচ্চিত্রে দেখা গিয়েছে। সেইসঙ্গে এই বাচ্চাটির অভিনয় ইতিমধ্যেই মন জিতে নিয়েছে দর্শকদের।

    img 20230408 130815

    এটি কোন একটি ছবির শ্যুটিংর সময় তোলা ছবি। যে বাচ্চাটিকে বলিউডের সকলেই খুব ভালোবাসেন। কারণ এই বাচ্চাটি ছেলেটি বলিউডের এক জনপ্রিয় তারকার সন্তান। তবে এই সময়ে বেশ অনেকটাই বড় হিয়ে গিয়েছে এই বাচ্চাটি। কিছুদিন পর তিনিও নাম লেখাতে চলেছে বিনোদন জগতে।

    img 20230408 125904

    img 20230408 130054

    img 20230408 130014

    img 20230408 130116

    img 20230408 125944

    img 20230408 125925

    img 20230408 125914

    এখনও যদি চিনতে না পারেন, তাহলে জানিয়ে দিই, এই বাচ্চাটি হলেন বলিউডের বাদশা খান শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। ১৯৯৭ সালের ১৩ ই নভেম্বর জন্মগ্রহণ করেন আরিয়ান। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে, খুব শীঘ্রই বলিউডে একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান। তবে ইতিমধেই একজন অভিনেতা হিসাবে শৈশবের ক্যামেরার সামনে সাবলীল অভিনয় করে নিয়েছেন আরিয়ান খান।