Skip to content

একই সঙ্গে গর্ভবতী হয়েছেন দুই স্ত্রী, কনের মত পোশাকে স্ত্রীদের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন স্বামী আরমান মালিক

    img 20230330 152713

    বর্তমান সময়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বিখ্যাত ইউটিউবার আরমান মালিক (Armaan Malik)। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করার পর থেকেই, চর্চার কেন্দ্রে এসেছেন এই ইউটিউবার (YouTuber)। যেখানে তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা, উভয়কেই গর্ভবতী অবস্থায় দেখা গিয়েছে।

    img 20230330 152828

    এই ছবিতে দেখা গিয়েছে পায়েল এবং কৃতিকা একইরকমের অর্থাৎ গোলাপি রঙের লেহেঙ্গা পড়েছেন। কারণ, এদিন ছিল তাঁদের বেবি শাওয়ার অর্থাৎ সাধের অনুষ্ঠান। সেই উপলক্ষে একেবারে বিয়ের কনের মত করেই সেজেছিলেন তাঁরা দুজনে। একইরকম পোশাকের পাশাপাশি একইরকমের গহনা, চুলের স্টাইল এবং একইরকম মেকআপও করেছিলেন পায়েল এবং কৃতিকা।

    অন্যদিকে হবু বাবা আরমান মালিক একটি কালো রঙের কুর্তা পরেছিলেন। এই পোশাকে তাঁকে অনবধ্য দেখতে লাগছিল। অনুষ্ঠানে দুই স্ত্রীকে দুপাশে নিয়ে একই পোজে ছবি তুলতে দেখা গিয়েছে আরমান মালিককে।

    এই অনুষ্ঠানের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে আরমান লেখেন, ‘শীঘ্রই এই পরিবারটি সম্পূর্ণ হতে চলেছে’। এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে কমেন্টের বন্যা। একজন নেটিজন লিখেছেন, ‘জীবন হো তো ভাই, তেরে যাইসি’।

    img 20230330 152844

    জানিয়ে রাখি, ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও ব্যাপক ফ্যান সংখ্যা রয়েছে আরমান মালিকের। এই মুহূর্তে ১.৬ মিলিয়নেরও বেশি মানুষ তাঁকে ফলো করছেন। সেই কারণে, তাঁর শেয়ার করা যে কোন ছবি, মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।