সম্প্রতি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক কেকে। বর্তমান সময়ে সকলের মুখে মুখে, এমনকি মোবাইলের টাইমলানেও শুধু কেকে-রই গান ছড়িয়ে রয়েছে। এসবের মধ্যে স্য়োশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হল আরও এক সঙ্গীত শিল্পীর গান। যার গলার যাদুতে আট থেকে আশি, মুগ্ধ সকলেই। তিনি আর কেউ নন সকলের প্রিয় অরিজিৎ সিং (arijit singh)।
কেকের মৃত্যুর পর স্যোশাল মিডিয়ায় মিডিয়ায় স্টার প্লাসের পর্দায় এক ভিডিও ভাইরাল (viral video) হয়েছে, যেখানে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে অরিজিৎ সিং। তাঁরই গানে গানে দেশের মহানকন্ঠী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়েছিলেন অরিজিৎ সিং। আর সেই গান ঝড়ের গতিয়ে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।
অরিজিৎ সিং (arijit singh)-র দৃপ্ত কণ্ঠে একের পর এক লতা মঙ্গেশকরের কালজয়ী গান শুনে গায়ে কাঁটা দিয়েছে শ্রোতাদের গায়ে। হিন্দি চ্যানেলের অনুষ্ঠান হলেও, বাংলা হিন্দি মিশিয়ে গান গাইতে শোনা গেল তাঁর গলায়। কখনও প্রাণ যায়, আবার কখনও গাইছেন যা রে উড়ে যারে পাখি। অরিজিতের গলায় এইসব গান শুনে সুরের মুর্চ্ছনায় হারিয়ে গিয়েছে শ্রোতারা। আর এই ভিডিও ভাইরাল (viral video) হয়েছে ব্যাপকহারে।
একেবারেই সাদামাটা ভাবে থাকতে দেখা যায় অরিজিৎ সিংকে (arijit singh)। কোন প্রকার অহংকারের বড়াই করতে দেখা যায় না তাঁকে। আর তাঁর এই স্বভাবের কারণে এবং অনবধ্য কন্ঠের কারণে গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ভক্তরা।
অরিজিতের এই অসাধারণ পারফরম্যান্স দেখে কেউ কেউ কমেন্ট করেছেন, ‘তোমাকে প্রণাম গুরুদেব, সেই কারণেই মনে হয় অরিজিৎ সিং তুমি সবকিছুর উর্দ্ধে’। আবার একজন লিখেছেন, ‘একটা একটা ন্যাশানাল চ্যানেলে এইভাবে বাংলা গান এবং ভাষাকে উপস্থাপন করার জন্য আমরা সত্যিই গর্বিত’।
মির্চি মিউজিক অ্যাওয়ার্ড থেকে শুরু করে, বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, এমনকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশানাল ফিল্ম অ্যায়ার্ডও রয়েছে অরিজিতের ঝুলিতে। জানিয়ে রাখি, ২০১৮ সালে ‘পদ্মাবত’ ছবির ‘বিনতে দিল’ গানের জন্য ন্যাশানাল ফিল্ম অ্যায়ার্ড জিয়েতেছেন গায়ক অরিজিৎ সিং।