করণা মহামারীর পর থেকে গোটা দেশজুড়ে কর্মসংস্থানে ভাটা পড়েছে। বহু মানুষ কর্মহীন হয়েছে, প্রচুর শিক্ষিত যুবক-যুবতী বেকারত্বের শিকার। তবে এক চমকে যাওয়া খবর প্রকাশ এসেছে। বর্তমান যুগে একজনের পক্ষে একটি চাকরি পাওয়া টাই দায় হয়ে দাঁড়ায়। কিন্তু হুগলী জেলার চুঁচুড়ার বাসিন্দা “অরিজিৎ রায়” (Arijit Roy) একসঙ্গে একাধিক নামিদামি কোম্পানির বড় মাপের চাকরির অফার পেয়ে নজর কাড়লো সবার।
অরিজিৎ চুঁচুড়ার হুগলি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ছাত্র। গত দুই বছরে করোনার অতিরিক্ত বৃদ্ধির জন্য একাধিক সেক্টরে চাকরির ঘাটতি তৈরি হয়েছে। অনেক কোম্পানি তাদের কর্মীদের ছাঁটাই করেছে। করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলে আবারও বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ তৈরি হয়েছে। অনলাইন ক্যাম্পাস থেকে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগও শুরু হয়েছে।
সম্প্রতি, প্রকাশ্যে এসেছে যে যাদবপুরের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র বিশাখ মন্ডল প্রায় ২ কোটি টাকা বার্ষিক বেতনে চাকরি পেয়েছেন। এবার অরিজিৎ! একসঙ্গে ১৭ টি নামি কোম্পানিতে চাকরির অফার পেয়ে রীতিমতো নাজির গড়লো। তার মতো ওই কলেজের আরও কয়েকজন ছাত্র Wipro, TCS, Infosys, Accenture, Byzos-এর মতো বড় ও নামি কোম্পানিতে চাকরি পেয়েছে বলে জানা গেছে।
Delta-X, Emphasis, Wipro, Tech Mahindra, Revacer, Advanced, Persistent system, Capzimini, HCL, Global Logic, Zenser এর মতো ১৭ টি আন্তর্জাতিক কোম্পানির চাকরির অফার অফার পেয়েছে অরিজিৎ। তিনি বলেন, ‘কম্পিউটার সায়েন্সের মূল বিষয় হচ্ছে প্রোগ্রামিং, এটা খুব ভালোভাবে শিখতে পারাটা চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ একটা সুবিধা রয়েছে’।
একই সময়ে, অরিজিৎ বলেছিলেন, কোভিডের কারণে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার অনেক লোক তাদের চাকরি হারিয়েছে। এখন তারা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে সেই শূন্যতা পূরণ করতে চায়। তাই সার্ভিস বেস্ট কোম্পানিগুলো নিয়োগ শুরু করেছে। কোভিডের সময়ে যে পরিস্থিতি ছিল তাও বদলাতে শুরু করেছে।